২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য জোর নয়, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ মে ২০২২, সোমবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না বলে, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এছাড়া ভ্যাকসিন নেওয়ার পরে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্পূর্ণ তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিনকে অযৌক্তিক বলেনি শীর্ষ আদালত।

যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের ক্ষেত্রে জন সমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় বৃহত্তর স্বার্থে সরকার চাইলে শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় সংক্রমণ থেকে মৃত্যু ফের নতুন করে ভয় ধরাচ্ছে। করোনাকে প্রতিহত করতে ভ্যাকসিনই অব্যর্থ দাওয়াই বলে স্বীকার করেছেন চিকিৎসকেরা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, টিকাকরণ ঠিক সময় শুরু হয় আমরা করোনার মতো মহামারীকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এই পরিস্থিতিতে ভারতের অবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। এদিকে করোনা আতঙ্কের কথা মাথায় রেখে ৫ বছর থেকে ১২ বয়সের শিশুদের টিকাকরণ DCGI। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ৫ থেকে ১২ বছর বয়সীদের করবেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া যাবে। ৬ থেকে ১২ বছর বয়সীদের ক্ষেত্রে এবার থেকে ব্যবহার করা যাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও। অন্যদিকে, ১২ বছরের ঊর্ধ্বদের এবার থেকে জাইডাস ক্যাডিলার জাইকোভ ডি ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। মার্চ মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে বুস্টার ডোজ পাচ্ছেন ১৮-ঊর্ধ্বরাও।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য জোর নয়, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

আপডেট : ২ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না বলে, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এছাড়া ভ্যাকসিন নেওয়ার পরে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্পূর্ণ তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার ভ্যাকসিনকে অযৌক্তিক বলেনি শীর্ষ আদালত।

যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের ক্ষেত্রে জন সমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় বৃহত্তর স্বার্থে সরকার চাইলে শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় সংক্রমণ থেকে মৃত্যু ফের নতুন করে ভয় ধরাচ্ছে। করোনাকে প্রতিহত করতে ভ্যাকসিনই অব্যর্থ দাওয়াই বলে স্বীকার করেছেন চিকিৎসকেরা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, টিকাকরণ ঠিক সময় শুরু হয় আমরা করোনার মতো মহামারীকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এই পরিস্থিতিতে ভারতের অবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। এদিকে করোনা আতঙ্কের কথা মাথায় রেখে ৫ বছর থেকে ১২ বয়সের শিশুদের টিকাকরণ DCGI। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ৫ থেকে ১২ বছর বয়সীদের করবেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া যাবে। ৬ থেকে ১২ বছর বয়সীদের ক্ষেত্রে এবার থেকে ব্যবহার করা যাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও। অন্যদিকে, ১২ বছরের ঊর্ধ্বদের এবার থেকে জাইডাস ক্যাডিলার জাইকোভ ডি ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। মার্চ মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে বুস্টার ডোজ পাচ্ছেন ১৮-ঊর্ধ্বরাও।