বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ট্রুডোর
- আপডেট : ৩ মে ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি ভিডিয়ো বার্তায় প্রথমেই সালাম দিয়ে তিনি সকলকে ঈদের উষ্ণ শুভেচ্ছা জানান। কানাডা এবং বিশ্বের অন্যান্য দেশে ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে ট্রুডো বলেন, রমযান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এক মাস রোযা রাখার পর ঈদ উদ্যাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তিনি বলেন, ‘এ বছর অটোয়াতে একটি ইফতারের আয়োজন করতে পেরে এবং কেমব্রিজে মুসলিমদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি বেশ আনন্দিত।’ ঈদের দিনে দেশে ইসলামোফোবিয়া মোকাবিলারও প্রতিশ্রুতি দিয়েছে ট্রুডো। তিনি বলেন, ‘ইসলামভীতি বাড়ছে। এ বিষয়ে আমি আপনাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়ে শুনেছি। আপনাদের ধৈর্য এবং সহনশীলতার বিষয়টিও আমি জানি। কিন্তু আপনারা জানেন যে কানাডা বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে প্রত্যেকে নিরাপদ। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কানাডার উন্নয়নের পেছনে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান অবদান রয়েছে। আর আমরা সবাই মিলে সেই আনন্দই উদ্যাপন করছি। আমার স্ত্রী সোফি এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।’