‘যদি কেউ বলে বাংলায় যেও না খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে’, নাম না করে নেতাজি ইন্ডোর থেকে অমিত শাহকে তোপ মমতার

- আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তি আজ নেতাজি ইন্ডোর থেক ২০ লক্ষ চেক প্রদান করা হল। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই দিনটিকে আমরা মা-মাটি সরকারের উদ্দেশে উৎসর্গ করলাম।
এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ১ কোটি ৫১ লখ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দেওয়া হয়ে গেছে। এর আগে ৫ লক্ষ দেওয়া হয়েছে। আজ ২০ লক্ষ দেওয়া হল। মা-বোনের অ্যাকাউন্টে চেক পৌঁছে যাবে। আমর যা বলি, সেটা করি। আমরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ করেছি, আর ওরা ‘কুৎসা ভাণ্ডার’ করেছি। কিন্তু মানুষের কাজ খালি ঘরে বসে কুৎসা করা। টিভিতে বসে বসে খালি বকবক করছে। আর কিছু চ্যানেল সেগুলিকে প্রচার করছে টিআরপি বাড়ানোর জন্য। যে চ্যানেল খারাপ জিনিস দেখায় সে চ্যানেল দেখবেন না। নাটক দেখুন, গান শুনুন, সিরিয়াল দেখুন। এই চ্যানেলগুলো খালি টিআরপি বাড়ানোর জন্য এই কাজ করে যাচ্ছে। উত্তরপ্রদেশ, বিহারের ঘটনা দেখানে না ওরা। কারণ তখন বিজেপি যদি ইডি, সিবিআই পাঠিয়ে দেয়। আমি মনে করি সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকা উচিৎ, কিন্তু বিজেপি সকালে ফোন করে বলে দিল এই খবরটা সারাদিন চালাতে তখন তারা সেটাই চালাতে থাকল। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলার পরিস্থিতি অন্য রাজ্যের থেকে অনেক ভালো আছে। কোনও রং দেখে বাংলায় বিচার হয় না।
রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্যসাথী করে দেওয়া হয়েছে। আমাদের সময় চিকিৎসক ছিল না। পাড়ায় পাড়ায় ডাক্তার ছিল। তারা খালি লাল জলের মতো দিত। সেটা খেয়েই ভালো থাকতে হত। কিন্তু কিন্তু স্বাস্থ্য পরিষেবার সুবিধা করে দিয়েছি আমরা। এখন মানুষ ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পাচ্ছে। কিন্তু কেন্দ্র গ্যাস, পেট্রোল, ডিজেল সব কিছুর দাম বাড়িয়ে চলেছে।
এদিন মুখ্যমন্ত্রী বামফ্রন্টকে কটাক্ষ করে বলেন, ৩৪ বছরে কি করলেন আপনারা? বামফ্রন্ট খালি নরকঙ্কালের মালা পরিয়েছে। বাংলা অবস্থা অন্য অনেক রাজ্যের থেকে ভালো আছে। আগে যারা বাম ছিল, এখন তারাই বিজেপি হয়েছে।
প্রায় ২২ ছেলেমেয়ে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, কোনও দুর্ঘটনার ঘটেছে। কিন্তু বাংলায় কিছু হলেই মানুষ তা নিয়ে কুৎসা ছড়াচ্ছে। আমাদের সময় ছেলে-মেয়েদের আলাদা স্কুল ছিল। এখন তো সব একসঙ্গেই পড়াশোনা। ছেলেরাও মেয়েদের ভালো বন্ধু। ১১ কোটির জনসংখ্যায় ৫ টা ঘটনা ঘটলেই তা নিয়ে কথা বলা হচ্ছে। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। যদি কেউ বলে, বাংলায় যেও না খুন হয়ে যাবে, তাহলে আমার গায়ে লাগে। নাম করে অমিত শাহকে তোপ মমতার।
কিছু মানুষে কাজই কুৎসা করা। আমি চিরকাল মানুষের পাশে ছিলাম। যতদিন বাঁচব থাকব। এখন তো অনেকে মোবাইলে ফেক ভিডিও করে চালিয়ে দিচ্ছে। শুধু অন্যায় কাজ নয়, ভুল তথ্য দিলেও কিন্তু শাস্তি হয় সেটা জানতে হবে।