লেবাননে সংসদ নির্বাচন চলছে

- আপডেট : ১৫ মে ২০২২, রবিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে লেবাননে। ২০১৯ সালের জনগণের ব্যাপক বিক্ষোভের পর প্রথমবারের মতো দেশটির প্রায় ৪ লক্ষ নাগরিক ভোটাধিকার প্রয়োগ করছেন। রবিবার দেশটিতে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭১৮ জন প্রার্থী। সংসদীয় আসন ১২৮টি। নাগরিকদের ভোট দেওয়ার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ বছর। শনিবার লেবাননের সেনাবাহিনী জানায়, তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রাজধানী বৈইরুটে নিরাপত্তা কঠোর করেছে। সর্বশেষ ২০১৮ সালের ৬ মে লেবাননে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের শেষের দিক থেকে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ে লেবানন। মুদ্রার মান পড়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি ও চিকিৎসা খাতে ব্যাপক সংকট দেখা দেয়। গত বছরের ১৭ অক্টোবর থেকে লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রাথমিকভাবে গ্যাস এবং তামাকের দাম বৃদ্ধির কারণে মানুষ রাস্তায় নেমে আসে। অর্থনীতিক সংকট, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে সেই বিক্ষোভ গণবিপ্লবে পরিণত হয়। জনগণকে পরিষেবা প্রদানে সরকারের অক্ষমতার কারণে ২০১৯ সালের ২৯ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। ওই বছরের ১৯ ডিসেম্বর হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। ২০২০ সালের আগস্টে দিয়াব পদত্যাগ করার ১৩ মাস পর প্রদানমন্ত্রী পদে আসেন নাজিব মিকাতি। গঠন করেন সরকার।