এবার ইন্দোনেশিয়ায় চোখ এলন মাস্কের

- আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতে টেসলার আঞ্চলিক হাব বানানোর ইচ্ছে ছিল এলন মাস্কের। কিন্তু অতিরিক্ত শুল্কের কারণে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন টেসলা ও স্পেসএক্সের সিইও। এখন তার নতুন গন্তব্য হতে পারে ইন্দোনেশিয়া। উভয় পক্ষ এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। জানা গেছে, চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়া সফর করার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। দেশটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের ক্রমাগত অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এলন মাস্ককে ইন্দোনেশিয়ায় এসে বৈদ্যুতিক গাড়ি এবং বিশ্বমানের বৈদ্যুতিক ব্যাটারি শিল্প স্থাপনের অনুরোধ জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। দেশটিতে থাকা নিকেলের বিশাল মজুদ এক্ষেত্রে সহায়ক হবে বলে তারা মাস্ককে জানান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো গত সপ্তাহে মাস্কের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং তাঁকে ইন্দোনেশিয়ায় আসার আমন্ত্রণ জানান। জবাবে মাস্ক জানান, ইন্দোনেশিয়ায় টেসলা ও স্পেসএক্সের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশটির বৃহৎ জনশক্তি ও ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি তাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল দেশটির প্রতি আগ্রহী করে তুলেছে। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিরা টেসলার সিইওকে ভারতে এসে বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। কারণ মাস্ক তাদের সরাসরি বলেছিলেন, ভারতের শুল্ক ব্যবস্থার করণে তিনি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।