বিক্রি করেছিলেন হেরিটেজ বাড়ির একাংশ,এবার শোভনের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
- আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ ভালোবাসার টানে ছেড়েছেন মন্ত্রীত্ব, মেয়র পদ এমনকি সংসার এবং সন্তানদেরও। এখন ক্ষমতার অলিন্দ থেকে অনেকটাই দূরে বান্ধবী বৈশাখীকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বর্তমান দিনযাপন। এরমধ্যেই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এই খবর প্রকাশ্যে আসতেই সোরগোল শুরু হয়ে গিয়েছে।
ত্রিপুরা ভবন একটি হেরিটেজ বাড়ি। সেখানে মেয়র থাকাকালীন তিরি ওই হেরিটেজ বাড়ির একাংশ বিক্রি করে দেন বলে অভিযোগ। তাই শোভনের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
এই মামলায় নাম জড়িয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যেরও। তিনি দীর্ঘদিন ধরেই রাজ্য হেরিটেজ কমিটির চেয়ারম্যান। তিনি পদে থাকার সময়েই শোভন এই হেরিটেজ বাড়ির একাংশ বিক্রি করেন। সেটা নিশ্চয়ই হেরিটেজ কমিটির চেয়ারম্যান হিসেবে জানার কথা ছিল শুভাপ্রসন্নর। এই হেরিটেজ ত্রিপুরা ভবন নিয়ে একটা ছাড়পত্রও দিয়েছিল কমিশন। রাজনৈতিক ওয়াকিভাল মহলের কথায় এবার শোভনকে জেরা করলেই একেএকে সামনে আসবে অন্যান্য সব নাম।