‘অতি সংক্রামক’ মাঙ্কিপক্স সতর্কতা জারি আমেরিকা-ইউরোপে
- আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার
- / 6
পড়ছে অতি সংক্রামক ‘মাঙ্কিপক্স’। করোনা মহামারির মধ্যেই নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১৯৭০ সালে প্রথম কঙ্গোতে এই সংক্রামক ভাইরাসের খোঁজ মেলে। সম্প্রতি ব্রিটেনের এক বাসিন্দা এই বিরল ভাইরাসে আক্রান্ত হন। সরকারিভাবে ব্রিটেনের স্বাস্থ্য দফতর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে আমেরিকা এবং ইউরোপেও এই ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। পর্তুগাল জানিয়েছে, দেশটিতে পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া স্পেনে ২৩ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য জানিয়েছে, তাদের এক বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি সম্প্রতি কানাডা সফর শেষে দেশে ফেরেন। চলতি মাসের শুরুতে ব্রিটেনে মাঙ্কিপক্সের প্রথম কেস শনাক্ত হয়। নাক, মুখ, চোখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও সংক্রমিত হতে পারে এই ভাইরাস। এই ভাইরাসটি খুবই সংক্রামক বলে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি এক বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাস এতই বিরল যে, এখনও পর্যন্ত এর নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি জানতে পারেননি চিকিৎসকরা। মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের খোঁজ মেলে। তবে নাম ‘মাঙ্কিপক্স’ হলেও একাধিক বন্যপ্রাণির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। এটি সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।