নবী মহম্মদ সা.কে নিয়ে বিরূপ মন্তব্য, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের
বিপাশা চক্রবর্তী
- আপডেট :
৩০ মে ২০২২, সোমবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে শনিবার রাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, মুম্বইয়ের পাইধ্বনি পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ, ১৫৩এ, এবং ৫০৫ বি ধারায় একটি মামলা দায়ের করা হয় ।
অভিযোগ দায়ের করেছে মুম্বইয়ের রাজা অ্যাকাডেমি । জানা গেছে, শনিবার নবী মুহম্মদ সা. এর ওপর নূপুরের মন্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে বিতর্ক তৈরি করে ।
পুলিশ জানিয়েছে রাজা অ্যাকাডেমি বিজেপির মুখপাত্রের বিরুদ্ধে মুম্বই পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। কারণ তিনি ইসলামের পবিত্র নবী সা.কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ।
একটি বেসরকারি টিভি চ্যানেলের বিতর্কে অংশ নিতে এসেছিলেন নূপুর শর্মা। বিতর্ক ছিল বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে। অভিযোগ, এই সময়ে ইসলামের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন তিনি । তারপর থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে ।
তিনি নবী মুহাম্মদ সা. সঙ্গে জড়িত একটি ঘটনার কথা উল্লেখ করেন । তার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায় ।
নূপুরের অভিযোগ, তাকে অপমানিত করা হতে পারে।মারারও হুমকি দেওয়া হচ্ছে।শর্মার আরও অভিযোগ, অলটার নিউজের স্বত্বাধিকারী মোহাম্মদ জুবায়ের তার বিরুদ্ধে ট্রোলকে উৎসাহিত করার জন্য একটি সম্পাদিত ভিডিও পোস্ট করেছেন।
তার পরিবারের কোনও ক্ষতি হলে তাকে “দায়িত্ব” নেওয়া উচিত।
নূপুরের বক্তব্য,“আমি পুলিশ কমিশনার এবং দিল্লি পুলিশকে ট্যাগ করেছি। আমি সন্দেহ করছি, আমার এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। যদি আমার বা আমার পরিবারের সদস্যদের কোন ক্ষতি হয় তবে মোহাম্মদ জুবায়ের অল্ট নিউজের মালিক, সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।
অল্ট নিউজের পক্ষে নূপুরের অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে।