শুধু বাংলা নয়, নজরুলের কবিতা বিশ্বজনীন: ইমরান
- আপডেট : ৫ জুন ২০২২, রবিবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও বিভিন্ন লেখা নানা ভাষায় অনুদিত হয়েছে। সেইসব লেখাকে নিয়েই আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক গোষ্ঠী ‘ছায়ানট’। শনি ও রবিবার পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ছিল প্রথম দিন। এ দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পুবের কলম-এর সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, উর্দু কবি সুশান্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক মকবুল ইসলাম, ড. দারাক্ষণ জরিন প্রমুখ। এ দিনের অনুষ্ঠানে ছায়ানটের তরফে সোমঋতা মল্লিক অতিথিদের বরণ করে নেন। তারপর অতিথিরা নজরুল কবিতা, গান ও লেখনি নিয়ে আলোচনা করেন। এরই ফাঁকে ছিল কবিতা আবৃত্তি ও নজরুল গীতির পরিবেশনা। প্রসঙ্গত, ছায়ানটের এই অনুষ্ঠানে বাংলা-সহ ১০টি ভাষায় নজরুলের কবিতা আবৃত্তি চলবে শনি ও রবিবার।
এ দিন কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গিয়ে আহমদ হাসান ইমরান বলেন, কাজী নজরুল ইসলাম বড় কবি ছিলেন। তিনি গল্প, প্রবন্ধ উপন্যাস লিখেছেন। তাঁর প্রতিভা ছিল বহুমুখী। তিনি গীতিকার, সুরকার ও সংগীত প্রশিক্ষক ছিলেন। তিনি একজন বিশ্বকবি, তিনি শুধু বাংলাতেই আবদ্ধ ছিলেন না। সারা বিশ্বের খবরাখবর তিনি রাখতেন। তাঁর সাত-এল-আরব কবিতা তার প্রমাণ। কাজী নজরুল ইসলাম বাংলার পাশাপাশি হিন্দি ও উর্দুতে বহু রচনা করেছেন সে কথাও উল্লেখ করেন আহমদ হাসান ইমরান। তিনি নজরুলের একটি হিন্দি লেখাও এ দিন পাঠ করেন। নজরুলের বহু লেখা গান সংরক্ষণ করা যায়নি তা নিয়ে দুঃখপ্রকাশ করেন আহমদ হাসান ইমরান। একইসঙ্গে প্রখ্যাত নজরুল গবেষক আাসাদুল হকের ভূমিকাও স্মরণ করেন। এ প্রসঙ্গে আহমদ হাসান ইমরান বলেন, আসাদুল হক ঘুরে ঘুরে নজরুলের লেখা, রেকর্ড ইত্যাদি সংগ্রহ করতেন এবং সংরক্ষণের জন্য উদ্যোগী হয়েছিলেন।
মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা এক সময় ছিল না বললেই চলে। সেই জায়গায় ছায়ানট যে ধরণের নজরুল চর্চা শুরু করেছে তার প্রশংসা করেন ইমরান।
অন্যদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান ড. দারাক্ষণ জরিন বলেন, নজরুলের কবিতা বা লেখনি সময়ের প্রেক্ষিতে আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরে নজরুল ইসলামই সর্বজনপ্রিয় কবি। তাঁর চিন্তাভাবনা ছিল মানুষকেন্দ্রিক। দেশের যে মিশ্র সংস্কৃতি তাই তুলে ধরেছেন কবি।
অন্যদিকে ভারতীয় বিদ্যা ভবনের অধ্যক্ষ ড. জে. ভি. সুব্রহ্মনিয়াম বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা শুধু বাংলা নয়, সব ভাষায় সমান গুরুত্বপূর্ণ। তাঁর লেখা আরও বেশি বেশি করে অনুদিত হতে হবে, তবেই কবিতার ভাষা মানুষের কাছে পৌঁছাবে। তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম মানুষের কবি তাই তাঁর কবিতা সব সময় মানুষের অন্তরে স্থান পাবে। আকাশবাণী কলকাতার শিল্পী ও উপস্থাপিকা নিবেদিতা নাগ নজরুলের দু’টি কবিতা পরিবেশ করেন। তামিল ভাষাতেও একজন নজরুলের কবিতা আবৃত্তি করেন।