২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পার্ক সার্কাসে নিহত তরুণীর পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুন ২০২২, শনিবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশ কনস্টেবল চোড়ুপ লেপচার গুলিতে প্রাণ গিয়েছে দাশনগরের বাসিন্দা রিমা সিংহের। বাবা অসুস্থ ছিল বলে সংসারের হাল ধরেছিলেন রিমা। এক বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন। প্রতিদিনের মতো গতকালও অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। কিন্তু পথে হঠাৎ ঘটে যায় বিপদ। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবলের গুলি প্রাণ কেড়ে নেয় রিমার। র‍্যাপিডো- অ্যাপ বাইকের পিছনে বসেই অফিসের পথে যাচ্ছিলেন তিনি। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে।

ফুটেজে দেখা গেছে, বাইকের পিছনের সিটে বসা অবস্থায় লুটিয়ে পড়ে গেলেন রিমা। বাড়িতে এই খবর পৌঁছতেই হঠাৎ মেয়ে হারানোর শোকে ভাষা হারিয়েছেন রিমার মা। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে মৃতা তরুণীর বাড়িতে ফোন করেন তিনি। কথা বলেন নিহত তরুণীর মা মীরা সিংয়ের সঙ্গে।

এদিন  মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে রিমার বাড়িতে যান হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়। তাঁর সামনেই মুখ্যমন্ত্রী কথা বলেন মীরাদেবীর সঙ্গে। তাঁর ছেলেকে  হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের সকলের মানসিক পরিস্থিতি, যন্ত্রণা অনুভব করতে পারছি।’ এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পরিবারের ছেলেকে হোম গার্ড পদে চাকরি দেওয়া হবে।

এদিন রিমা সিংয়ের বাড়িতে হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়-এর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই আধিকারিক। সরকারের তরফ থেকে পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্ক সার্কাসে নিহত তরুণীর পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশ কনস্টেবল চোড়ুপ লেপচার গুলিতে প্রাণ গিয়েছে দাশনগরের বাসিন্দা রিমা সিংহের। বাবা অসুস্থ ছিল বলে সংসারের হাল ধরেছিলেন রিমা। এক বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন। প্রতিদিনের মতো গতকালও অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। কিন্তু পথে হঠাৎ ঘটে যায় বিপদ। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবলের গুলি প্রাণ কেড়ে নেয় রিমার। র‍্যাপিডো- অ্যাপ বাইকের পিছনে বসেই অফিসের পথে যাচ্ছিলেন তিনি। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে।

ফুটেজে দেখা গেছে, বাইকের পিছনের সিটে বসা অবস্থায় লুটিয়ে পড়ে গেলেন রিমা। বাড়িতে এই খবর পৌঁছতেই হঠাৎ মেয়ে হারানোর শোকে ভাষা হারিয়েছেন রিমার মা। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে মৃতা তরুণীর বাড়িতে ফোন করেন তিনি। কথা বলেন নিহত তরুণীর মা মীরা সিংয়ের সঙ্গে।

এদিন  মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে রিমার বাড়িতে যান হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়। তাঁর সামনেই মুখ্যমন্ত্রী কথা বলেন মীরাদেবীর সঙ্গে। তাঁর ছেলেকে  হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের সকলের মানসিক পরিস্থিতি, যন্ত্রণা অনুভব করতে পারছি।’ এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পরিবারের ছেলেকে হোম গার্ড পদে চাকরি দেওয়া হবে।

এদিন রিমা সিংয়ের বাড়িতে হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়-এর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই আধিকারিক। সরকারের তরফ থেকে পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।