২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১১ জুন ২০২২, শনিবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্কঃ নবী সা. অবমাননার বিরুদ্ধে দেশ-বিদেশে বিক্ষোভ আন্দোলন অব্যাহত। আর এবার বিক্ষোভ প্রদর্শিত হল নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের সামনে। ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন প্রতিবাদকারীরা। সেখানে তাঁরা বিজেপির সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মা ও বরখাস্ত হওয়া নেতা নবীন জিন্দালের কঠোর শাস্তির দাবি জানান।
তাঁদের সাফ কথা, নবী সা. সম্পর্কে যে ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছে তা তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না। দোষীদের কঠোর শাস্তি না হলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বিবেচনা করবেন। বিশ্বের মুসলিম দেশগুলিও তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকী ভারতীয় পণ্য বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছিল তারা।