নির্বাচনে ম্যাক্রেঁর দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উঠছে প্রশ্ন!

- আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ ফ্রান্সের সংসদীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে৷ এই নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলকে কড়া টক্কর দিচ্ছে বামপন্থি জোট। নির্বাচনে ম্যাক্রেঁর দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোটকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বামপন্থি, সমাজবাদী ও গ্রিন পার্টির জোট। ১ম পর্বের ভোটে তারা ম্যাক্রোঁর দলীয় জোটের প্রায় সমান ভোট পেয়েছে। ম্যাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোটের নাম এনসেম্বল। আর বামপন্থিদের জোটকে বলা হচ্ছে লেফট-গ্রিন জোট বা নুপেস জোট। এনসেম্বল ১ম পর্বে পেয়েছে ২৫ দশমিক ৭১ শতাংশ ভোট এবং বাম জোট পেয়েছে ২৫ দশমিক ৬১ শতাংশ। ১ম পর্বে ভোট পড়েছে খুবই কম। ৪৭ দশমিক পাঁচ শতাংশ। বাম জোটের নেতা জ্যঁ লুক মেলাঞ্চ বলেছেন, ‘প্রথম পর্বের ভোটের পর সত্যিটা হল, প্রেসিডেন্টের পার্টি হেরে গেছে’। তিনি ভোটদাতাদের কাছে আবেদন করেছেন, আগামী রবিবার তারা যেন আরও বেশি করে ভোট দেন এবং মাক্রোঁর পার্টির হার নিশ্চিত করেন। পূর্বাভাস হল, ম্যাক্রোঁর পার্টির নেতৃত্বাধীন জোট শেষপর্যন্ত ২৫৫ থেকে ৩০৫-এর মধ্যে আসন পাবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ২৮৯টি আসনে জেতা দরকার। সংখ্যাগরিষ্ঠতা না পেলে মাক্রোঁ তার সংস্কার পরিকল্পনা চালু করতে পারবেন না।