বৈদ্যুতিক চুল্লি সংস্কারের জন্য ৫ দিন বন্ধ থাকবে কাশীপুর মহাশ্মশান

- আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: বৈদ্যুতিক চুল্লি সংস্কারের জন্য আগামী পাঁচদিন বন্ধ থাকবে কাশীপুর মহাশ্মশান। বুধবার ১৫ জুন থেকে থেকে আগামী সোমবার ২০ জুন পর্যন্ত টানা পাঁচদিন বন্ধ রাখা হবে। তবে বৈদ্যুতিন চুল্লি বন্ধ থাকলেও কাঠের চুল্লিতে দাহ করার কাজ চালু থাকবে। কলকাতা পুরসভার তরফে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েক মাস সংস্কার করা হয়নি কাশীপুর মহাশ্মশানের। তাই সংস্কারের কাজ শুরু করতে চাইছে কলকাতা পুরসভা। এর আগে করোনা অতিমারির সময় কাশীপুর মহাশ্মশানে সংস্কার করা হয়েছিল। সেই সময় কয়েক দিন বন্ধ ছিল এই মহাশ্মশান। ফের চুল্লি সংস্কার করার সময় এসেছে। তাই চুল্লি সংস্কার করতে চাইছে কলকাতা পুরসভা। আর সেইকারণে মৃতদেহ ১৫ জুন থেকে ২০ জুন সৎকার বন্ধ রাখা হবে। অন্য শ্মশানগুলিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷