বানারহাটে আদিবাসীদের ‘দুয়ারে সরকার’

- আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
- / 10
শুভজিৎ দেবনাথঃ এবার আদিবাসী জনজাতির মানুষদের জন্য শুরু হল দুয়ারে সরকার পরিষেবা। এবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটার চা – বাগান অধ্যুষিত অম্বাডিপা এলাকায় সোমবার থেকে অনুষ্ঠিত হয়েছে আদিবাসীদের জন্য দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প। গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, এরপর চা – বাগানের বিভিন্ন এলাকায় এই ধরেনের ক্যাম্প করার পরিকল্পনা করছেন প্রশাসন।
উল্লেখ্য,এতদিন দুয়ারে সরকারের ক্যাম্প গুলোতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে অনেক ভিড় করলেও বঞ্চিত হচ্ছিলেন চা বাগানের শ্রমিকরা। সূত্রের খবর, অধিকাংশও মানুষ চা বাগানের কাজে নিযুক্ত হওয়ায়, একদিন ছুটি করে লাইনে দাড়িয়ে কাজ করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে।
তাই চা বাগান অধ্যুষিত এলাকায় এই সব সুবিধা থেকে বঞ্চিত আদিবাসীদের কথা ভেবেই দুয়ারে সরকারের এই বিশেষ শিবির করায় রীতিমত খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভোলেন নি তারা।
এদিন আম্বাডিপা এলাকায় এলাকায় বেলা ১১ থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের জয় জোহর, লক্ষীর ভান্ডার,সাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধে নিতে সকাল থেকেই এসে ভিড় জমায়।এদিন দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত ছিলেন, আসা নীতি ওরাও , কান্দে ওরাও প্রমুখ। তাঁরা জানান,মুখ্যমন্ত্রী এভাবে তাঁদের জন্য ক্যাম্প করায় খুবই ভালো লাগছে তাঁদের। আগে বাজারে প্রচুর ভিড় হতো অনেকেই যেতে পারতো না। আজকে সেরকম ভিড় ও নেই তাই খুব সহজেই সকলে নিজের সুবিধে মতন সময়ে এসে সরকারি প্রকল্পের জন্যে আবেদন করতে পারছে।তাই আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই।