করোনা আক্রান্ত জাহির আব্বাস, গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি লন্ডনের হাসপাতালে

- আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের একসময়ের ডন ব্র্যাডম্যান জাহির আব্বাস করোনা আক্রান্ত হয়ে ইংল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। লন্ডনে পৌঁছাতেই পেটে যন্ত্রণা অনুভব করেন। চিকিৎসকদের পরামর্শ নেন।
চিকিৎসকরা জানান প্রাক্তন অধিনায়ক নিউমোনিয়ায় আক্রান্ত। তাকে ভর্তি করানো হয় লন্ডনের একটি হাসপাতালে। কিডনি সমস্যার জন্য এমনিতেই তাঁর ডায়ালিসিস চলছে। শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ৭২ টি টেস্ট ম্যাচে তিনি মোট ৫০৬২ রান করেছেন। ৬২ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, স্কোর করেছেন ২৫৭২ রান।
ক্রিকেট থেকে অবসরের পর আইসিসির ম্যাচ রেফারিও হয়েছেন তিনি। আইসিসির হল অব ফেম হয়েছেন জাহির আব্বাস। তার অসুস্থতার খবর পেয়ে ক্রিকেটজগতের বহু কিংবদন্তি তার সুস্থতা কামনা করে টুইট করেছেন।