মধ্যপ্রাচ্যে ন্যাটো ধাঁচের সেনাজোট চায় জর্ডন

- আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাটোর মতো মধ্যপ্রাচ্যে একটি সামরিক জোট তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন জর্ডনের রাজা ২য় আবদুল্লাহ। এক সাক্ষাৎকারে রাজা আবদুল্লাহ বলেন, ‘আমি এই জোটে এ অঞ্চলের আরও দেশকে দেখতে চাই। আমি মধ্যপ্রাচ্যের ন্যাটোকে সমর্থনকারী প্রথম ব্যক্তিদের একজন হব।’ বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আরও জানান, ‘মিশনের বিষয়টি খুব, খুব বেশি স্পষ্ট হতে হবে। অন্যথায়, এটি সবাইকে বিভ্রান্ত করবে।’ রাজা বলেন, তিনি ইতিমধ্যেই তাঁর দেশকে মধ্যপ্রাচ্যের ন্যাটোর ‘অংশীদার’ হিসাবে দেখেছেন। কারণ জর্ডন সংস্থাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং এর সৈন্যরা অতীতে ন্যাটো বাহিনীর সঙ্গে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করেছে। আবদুল্লাহর কথায়, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার পাশাপাশি, মধ্যপ্রাচ্যে একটি ঘনিষ্ঠ জোট যুদ্ধের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করতে পারে, বিশেষ করে জ্বালানি ও পণ্যমূল্যের ক্ষেত্রে। তিনি বলেন, ‘যদি আমি ঠিক থাকি এবং আপনি ভালো না থাকেন, তাহলে এর জন্য আমাকে পস্তাতে হবে। আমি আশা করছি যে, আপনি ২০২২ সালে যা দেখছেন, তা আগে দেখেননি। আমার মনে হয়, আমরা কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি এবং একে অপরের সঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে আলোচনার সময় এখনই।’