২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা স্থগিত

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা আপাতত স্থগিত করল শিক্ষা দফতর। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা স্থগিত রাখা হল। নির্দিষ্টভাবে আরও কিছু তথ্য ও ফুলপ্রুফ পরিকল্পনার ভিত্তিতে এগোতে চাইছে দফতর।
মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে নিয়ে একটি ভার্চুয়ালি বৈঠকে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকেই এই কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এবছর সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ায় যাওয়া হবে না।