ফের মহার্ঘ হচ্ছে পেট্রোল ডিজেলের রফতানি শুল্ক

- আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার
- / 8
পূবের কলম ওয়েবডেস্কঃ বাড়ল পেট্রল, ডিজেল রফতানিতে শুল্ক। শুক্রবার কেন্দ্রের নতুন নিয়মে পেট্রলে লিটার প্রতি ৬ টাকা এবং ডিজেলের প্রতি লিটারে অতিরিক্ত ১৩ টাকা রফতানি শুল্ক দিতে হবে। বিমানের জ্বালানি এটিএফ (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল)-এর প্রতি লিটারেও ৬ টাকা রফতানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এর ফলে অবশ্য দেশের ভিতরে তিন জ্বালানির দামে কোনও প্রভাব পড়বে না।
সূত্রের খবর, দেশের বাজারে জ্বালানি স্টকের পরিমাণ ঠিকঠাক রাখার জন্য এবং দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শুধু তাই নয় এটিএফের (অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল) ক্ষেত্রেও প্রতি লিটারে ৬ টাকা রফতানি শুল্ক বাড়ানো হয়েছে।
উল্লেখ্য,অভ্যন্তরীণ বাজারে পেট্রল, ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং দেশের মধ্যে জ্বালানির পরিমাণ ঠিকঠাক রাখতেই এই সিদ্ধান্তে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
এমনকি শুল্ক বৃদ্ধির কারণে রফতানিতে যাতে কোনও প্রকার ক্ষতি না হয় তার জন্য অভ্যন্তরীণ বাজারে পেট্রলের ৫০ শতাংশ এবং ডিজেলের ৩০ শতাংশ বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে নানান দেশে রফতানির ক্ষেত্রে জ্বালানিতে রফতানি শুল্ক বাড়ানো হলেও, শুল্ক বাড়ানো হয়নি নেপাল ও ভুটানে।
অন্যদিকে, অভ্যন্তরীণ উৎপাদিত অপরিশোধিত তেলের ওপর প্রতি টন ২৩, ২৫০ টাকা কর ধার্য করা হয়েছিল।
প্রসঙ্গত, শুধু জ্বালানির ক্ষেত্রে না এবার সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। শুক্রবার থেকে আমদানি শুল্ক ৫ শতাংশ বেড়েছে। এতদিন এই শুল্কের পরিমাণ ছিল ৭.৫ শতাংশ। এখন সেটা হল ১২.৫ শতাংশ।
ডলারের অনুপাতে টাকার দাম যে হারে কমছে তা থেকে রক্ষা পেতেই সোনায় আমদানি শুল্ক বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিক ভাবে ভারতীয় বাজারে জ্বালানির দামের উপর কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।