পাহাড়ে অশান্তি হতে দেব না, শৈলশহরকে নিয়ে রাজ্য সরকারের অনেক পরিকল্পনা আছে: মমতা

- আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: পাহাড়ে ঘন ঘন অশান্তি হতে দেব না। পাহাড়ে এক নতুন যুগের সূচনা হচ্ছে। পাহাড়ে শান্তি থাকলে তবেই অর্থনৈতিক উন্নয়ন হবে, শিল্প হবে। আমি আপনাদের দখল নিতে আসব না, আমি শুধু ভালোবাসতে এখানে আসব। আজ, মঙ্গলবার জিটিএ-র নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান। ৪৫ জন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করে শোনান জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার। দার্জিলিংয়ের ম্যালে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের কর্মসূচী নিয়ে পাহাড়ে মুখ্যমন্ত্রী।
এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, কারোর প্ররোচনায় পা দেবেন না। পাহাড়ে অশান্তি হতে দেব না। সেটা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সফল হয়নি। পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। সেই কারণেই পাহাড় জিটিএ চায়। মুখ্যমন্ত্রী এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাহাড়ে এত শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনও দেখিনি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, দার্জিলিংয়ে শিল্পের প্রচুর সম্ভাবনা আছে। দার্জিলিং-এ নতুন শহর, শপিং মল, ইন্ডাস্ট্রিয়াল হাব, রেস্তরাঁ তৈরি করা হবে। সেই সঙ্গে দার্জিলিংয়ে চা- বাগানে হোম স্টে করার পরিকল্পনাও জানান তিনি। দার্জিলিং এ পানীয় জলের প্লান্ট তৈরি করা হবে”। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দার্জিলিং আইটি ইন্ড্রাস্ট্রির আদর্শ জায়গা। মহিলাদের স্বনির্ভরতায় জোর দেওয়ার বার্তাও দিয়ে তিনি বলেন সেলফ গ্রুপ তৈরি করুন।
মুখ্যমন্ত্রী পাহাড়ে আগামীদিনে উন্নয়নের জোয়ার নিয়ে বলেন, রাজ্য সরকার চায় পাহাড়া শান্তি, উন্নয়ন হোক। আর তার জন্য জিটিএ-কে গত ১০ বছরে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এই শৈলশহরকে নিয়ে রাজ্য সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে। আগামীদিনে পাহাড়ের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে।