মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ২১ জুলাই সভাই আসবেন ডেউচা পাচামী কয়লা শিল্পাঞ্চলের আদিবাসী শিল্পীরা

- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 2
কৌশিক সালুই, বীরভূম ১৭ জুলাই:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে একুশে জুলাই এর শহীদ দিবস সভাস্থলে হাজির হতে চলেছেন ডেউচা পাচামী কয়লা শিল্পাঞ্চলের আদিবাসী সংস্কৃতি শিল্পীরা। পুনর্বাসন প্রকল্পে পুলিশের চাকরির নিয়োগপত্র দেওয়ার পর, এলাকার ভূমিপুত্রদের সরাসরি সহযোগিতায় শুরু হয়েছে কয়লার বাস্তবিক স্থিতি নিরীক্ষণের কাজ। যা রবিবার চতুর্থ দিনেও অব্যাহত।
এশিয়ার অন্যতম বৃহত্তম ডেউচা-পাচামি কয়লা শিল্পাঞ্চলের কাজ বাস্তবিক শুরু হতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে অভিনব উদ্যোগ নিতে চলেছে সংশ্লিষ্ট এলাকার আদিবাসী শিল্পী মানুষজন। ডেউচা পাঁচামি এলাকার প্রায় ৬০ জন আদিবাসী সাংস্কৃতিক শিল্পী একুশে জুলাই শহীদ দিবসে কলকাতায় সভাস্থলে উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসের আদিবাসী সংগঠনের শহীদ দিবসের প্রস্তুতি সভায় শিল্পীদের নির্দিষ্ট জার্সির উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
আগামী ২০ জুলাই ওই শিল্পীরা এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাতে বাসে করে তারা রওনা দেবেন। গত বৃহস্পতিবার শিল্পাঞ্চল এলাকার প্রথম পর্বের কেন্দ্র পাহাড়ি গ্রামে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে কয়লার বর্তমান স্থিতি জানার জন্য খনন শুরু করা হয়। প্রথমে ৬০ ফুট এবং পরবর্তী সময়ে ১৬০ ফুট গভীরে কয়লার নমুনা পাওয়া যায়।
এদিকে সংগৃহীত সংশ্লিষ্ট নমুনা কোল ইন্ডিয়ার রাঁচির ল্যাবে পাঠানো হবে গুণমান পরীক্ষার জন্য। পর্যায়ক্রমে আরও ১৩ টি স্থানে খনন কাজ করা হবে আগামী এক মাস ধরে। এছাড়াও প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে কয়লা প্রকল্প বিরোধী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তা আস্তে আস্তে ফিকে হয়ে গিয়েছে। বারোমেশিয়ার তাদের বিক্ষোভ মঞ্চে হাতে গোনা গুটিকতক পুরুষ মহিলা অংশগ্রহণ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার আলোচনায় বসার আহ্বান জানানো হচ্ছে।
মোহাম্মদ বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বীরভূম জেলার আদিবাসী তৃণমূল নেতা সুনীল সরেন বলেন,”ডেউচা পাঁচ আমি কয়লা শিল্পাঞ্চল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা করেছিলেন তা নিয়ে বরাবরই বিশ্বাসী ছিলেন প্রকল্প এলাকার আদিবাসী মানুষজন। পুরো বাসন প্রকল্পে চাকরি ও প্যাকেজের অর্থ এটা শুরু করেছেন স্থানীয়রা। প্রকল্পের কাজও বাস্তবায়িত হওয়ার দিকে। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এলাকার আদিবাসী সংস্কৃতি শিল্পীরা কলকাতায় একুশে জুলাই শহীদ দিবসের সভাস্থলে উপস্থিত থাকবেন”।