করোনায় আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

- আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনা ঊর্ধ্বমুখী। তারই মধ্যে এবার করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার নিজেই টুইটারে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত নিজের বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি পুরোপুরি ফিট ও সুস্থ রয়েছে বলেও জানান।কোভিড পজিটিভ হলেও কোনও উপসর্গ প্রকাশ পায়নি বলেও জানান তিনি।তারই সঙ্গে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যত জন এসেছিলেন, তাদের সকলকেই তিনি সতর্ক হতে বলেছেন।
তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার ক্যাবিনেট সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, মানিক সাহা ত্রিপুরার বর্তমান এবং ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।এবং তিনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফার পর উঠেছিল বিজেপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত করেন শীর্ষ আধিকারিকরা।
প্রসঙ্গত, দেশে করোনার বাড়বাড়ন্তের জন্য ইতিমধ্যেই ত্রিপুরায় মাস্ক বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন ত্রিপুরা প্রশাসন।এদিন নতুন করে ৪৭৭ জনের কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে।
ত্রিপুরা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক এক সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা ১০০ ওপর ছাড়িয়েছে। কোভিড বিধি মেনে চলার বিষয়ে কড়া নজরদারি রাখার কথাও জানান তারা।