এবারে ২১শে’র সমাবেশ সর্বকালীন রের্কড গড়েছে, আমি এত উচ্ছ্বাস আগে দেখিনি: অভিষেক

- আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: এবারে ২১শে সর্বকালীন রেকর্ড। দল আমাদের কাছে মায়ের মতো। এই দলের জন্য বুক চিতিয়ে লড়াই করতে রাজি আছি। বৃষ্টি আমাদের কাছে শুভ। বিরোধীরা সবাই ধরাশায়ী হয়ে গেছে। আমি এত বছরে এত জনাসমাগম দেখিনি। এখানে যা মানুষ আছে, আর ১০ গুণ মানুষ এখনও বাইরে, তারা আসছে। এত উচ্ছ্বাস আমি আগে দেখিনি। এদিন অভিষেক মঞ্চে উঠতে হাততালিতে ফেটে পড়ে মানুষ। অভিষেক বলেন, এই হাততালি আমাদের প্রাপ্য নয়, এই হাততালি আপনাদের প্রাপ্য। যারা আমাদের ভরসা করে প্রত্যাশা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারে জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন।
মঞ্চ থেকেই অভিষেক দলকে নির্দেশ দিয়ে বলেন, সবাই বুথে বুথে যান। মানুষে সঙ্গে কথা বলুন। নেত্রীর ভাবধারা সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিন।
২১ মানে শুধুমাত্র নতুন আশা, চলার পথ, মানুষের প্রত্যাশা। ২১ মানে মা-মাটি-মানুষ আর মমতা।
এদিন দলে বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন, নিজের জায়গা করে খাওয়ার জন্য তৃণমূল নয়। তৃণমূল দল হল অনুশাসনের দল। যদি কেউ ভাবে ঠিকাদারি করবেন, তবে তার জায়গায় তৃণমূলে নয়। নয় ঠিকাদারি করুন, না হলে তৃণমূল করুন। তৃণমূল গদ্দার, বেইমানদের জায়গা নয়।