ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি পরেই শপথ নিতে পারেন দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

- আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক : সোমবার ২৫ জুলাই, রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি পরেই শপথ নিতে পারেন রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মু।
তাঁর ভাতৃবধূ সুকরি টুডু ইতিমধ্যেই বিশেষ সেই শাড়ি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সুকরি এবং তাঁর স্বামী তারিণীসেন টুডু রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন। সংসদ ভবনের সেন্ট্রাল হলে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবেন তাঁরা।
দ্রৌপদীর ভ্রাতৃবধূ সুকরি টুডু জানিয়েছেন, ‘আমি দিদির জন্য এই সাঁওতালি শাড়িটি নিয়ে যাচ্ছি। আমার আবেদন, দিদি শপথ গ্রহণের সময় যেন এই শাড়িটি পরেন। আমি ঠিক জানি না, অনুষ্ঠানের সময় তিনি কী পরবেন। নতুন রাষ্ট্রপতি কী পোশাক পরবেন, তা রাষ্ট্রপতি ভবন ঠিক করবে।”
পূর্ব ভারতে সাঁওতালি সম্প্রদায়ের মানুষেরা সাধারণত এই বিশেষ ধরনের শাড়ি পরে থাকেন। শাড়িতে সুতোর বিশেষ কাজ থাকে। সাঁওতালি মহিলারা বিশেষ অনুষ্ঠানের সময় ওই শাড়ি পরেন। সাঁওতালি এই শাড়িগুলির এক প্রান্তে বেশ স্ট্রাইপের ডিজাইন থাকে।
দ্রৌপদী মুর্মুর ভাতৃবধূ সুকরি তাঁর স্বামী এবং পরিবারের সঙ্গে ময়ূরভঞ্জের রায়রাংপুরের কাছে আপরবেদা গ্রামে থাকেন। তাঁরা নতুন রাষ্ট্রপতির জন্য এক বিশেষ ধরনের পিঠেও নিয়ে যাচ্ছেন। এই বিশেষ পিঠেকে বলা হয় ‘আরিসা পিঠে’। দ্রৌপদী মুর্মুর মেয়ে এবং জামাই ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন। তাঁরা এখন হবু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেই রয়েছেন দিল্লিতে।
বিজেডি সভাপতি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার চার দিনের সফরে দিল্লি রওনা দিয়েছেন। যেখানে মুর্মুর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। ময়ূরভঞ্জ জেলার ছয়জন বিজেপি বিধায়ক ছাড়াও, ঈশ্বরিয়া প্রজাপতি ব্রহ্মাকুমারীর রায়রাংপুর শাখার তিন সদস্য- ব্রহ্মা কুমারী সুপ্রিয়া, ব্রহ্মা কুমারী বাসন্তী এবং ব্রহ্মা কুমার গোবিন্দও নয়াদিল্লি পৌঁছেছেন এবং মুর্মুর সঙ্গে দেখা করেছেন।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান এবং বিশ্বেশ্বর টুডু, দলের সাংসদ সুরেশ পূজারি, বসন্ত পান্ডা, সঙ্গীতা কুমার সিংদেও এবং তার স্বামী কেভি সিংদেও, নয়াদিল্লিতে মুর্মুর সঙ্গে দেখা করেছেন। অনুষ্ঠানে তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিজেপির এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, নয়া রাষ্ট্রপতির দ্রোপদী মুর্মুর সদস্য ভাই, ভ্রাতৃবধূ, মেয়ে এবং জামাই শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় হাজির থাকবেন’।
রায়রাংপুরের কাছে আপরবেদা গ্রামের এক আদিবাসী পরিবার থেকে আসা, ৬৪ বছর বয়সী মুর্মু একজন কাউন্সিলর থেকে একজন বিধায়ক, একজন মন্ত্রী এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ভারতের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধী দলের যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে মুর্মু প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।