১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
চার্লি চললো কলকাতা, দেখুন ফটো গ্যালারি
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ চার্লি চললো কলকাতায়। ওই কলকাতা শহরটা নাকি অনেক বড়, ওখানকার মানুষগুলোর মন টাও বড়ো। আজ তাদের মুখেই হাসি ফোটাবে চার্লি। আরে সে তো চার্লি চ্যাপলিন। না বা হলো আসল। তাকে দেখে কি আর বোঝার জো আছে।
সে তো তার গুরুর একটা আস্ত আত্মজীবনীই কিনে ফেলেছে। তাতে তো লেখাই আছে ” জীবনটা ক্লোজ শটে ট্রাজেডি আর লং শটে কমেডি “।
এরকম কত চার্লি এই শহরতলীর আনাচকানাচে লুকিয়ে আছে তার খবর কে রাখে। কে না জানে পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ হল ধোঁয়া ওঠা গরম ভাতের।
তার সন্ধানেই কখনও চার্লি চ্যাপলিন ব কখনও অন্যকিছু সেজে এই বহুরূপীরা পা রাখে কলকাতায় দুটো উপার্জনের আশায়। পুবের কলম ডিজিটালের চিত্র সাংবাদিক সন্দীপ সাহার ক্যামেরাবন্দি সেই মূহুর্ত।