ইডির জেরায় পার্থর সম্পর্কে বিস্ফোরক দাবি অর্পিতার

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: ইডি হেফাজতে অর্পিতা মুখোপাধ্যায়ের সামনে উদ্ধার হওয়া নথি, টাকা, বেনামি সম্পত্তির কথা সামনে রেখে জেরা চলছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছে জেরা। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের জেরা শেষ হয়েছে।
এদিকে জেরার মুখে অর্পিতার বিস্ফোরক দাবি, সব টাকা পার্থর। এই টাকার সম্পর্কে কিছুই জানা নেই তার। অর্পিতার বয়ান অনুযায়ী, ফ্ল্যাটে পার্থর কর্মীরা আসতেন। তারাই এই টাকাই রেখে দিতেন। ফ্ল্যাটের ওই ঘরে ঢোকার অনুমতি ছিল না।
সূত্রের খবর, ইডি অর্পিতাকে জিজ্ঞাসা করে তার নামে রেজিস্টার হলেও তিনি কিছু জানেন না কেন? সেই প্রশ্নের উত্তরেও অর্পিতার দাবি তিনি কিছুই জানেন না। প্রাথমিকভাবে ইডির অনুমান, অর্পিতা সত্য কথা বলছেন না। অনেক কিছু এড়িয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটি ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৮ কোটি। সব মিলিয়ে এই দুটি বিলাসবহুল আবাসন থেকে মোট ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছেন বৈদেশিক মুদ্রা, নথি, সম্পত্তির দলিল, সোনার গয়না, সোনার বাট প্রভৃতি। এত বিপুল ধনরাশি কোথা থেকে এল তা জানতে অর্পিতাকে জেরা করছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে।