‘রবীন্দ্রানাথের সাথে মানবাধিকারের পথে’ ২২শে শ্রাবণ এপিডিআরের পদযাত্রা দেখুন ফটোগ্যালারি
- আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার ২২ শ্রাবণ উপলক্ষে এপিডিআর একটা পদযাত্রার আয়োজন করে।কলেজস্কোয়ার এর বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে শুরু হয়ে জোড়াসাকো ঠাকুরবাড়ী তে গিয়ে শেষ হয়। রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি সহ একাধিক দাবিতে এই দিন পদযাত্রার আয়োজন হয়।
রবীন্দ্রনাথের সাথে মানবাধিকারের পথে শীর্ষক এই পদযাত্রায় পা মেলান বহু মানবাধিকার কর্মী। এই উপলক্ষে এইদিন একটি পুস্তিকাও প্রকাশ করা হয়। এইদিনের পদযাত্রার সবছবি লেন্সবন্দি করেছেন পুবের কলম ডিজিটালের চিত্রসাংবাদিক সন্দীপ সাহা।