ব্রেকিং:শিক্ষিকা বদলি কান্ডে সি বি আই তদন্তে স্থগিতাদেশ

- আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 11
শুভজিৎ দেবনাথ: শিক্ষিকা শান্তা মন্ডলের বদলি সংক্রান্ত রায়ে সি বি আই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত গাঙ্গুলি ৪ অগাস্ট । ৬ অগাস্টের মধ্যে শিক্ষিকা বীরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ না দিলে তার সার্ভিস ব্রেক আপ হবে।এই মর্মেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি।
১১ অগাস্ট বিচারপতি গাঙ্গুলির রায় কে চ্যালেঞ্জ করে কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রবি কিষেন কাপুর ও বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে শান্তা মন্ডলের হয়ে আবেদন করেন বিশিষ্ট আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়। গতকাল দিনভর শুনানী হয়।
আজ ডিভিশন বেঞ্চ রায়দান করেন। তাতে সি বি আই তদন্তের যে নির্দেশ বিচারপতি গাঙ্গুলি দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এবার থেকে ডিভিশন বেঞ্চেই মামলার শুনানী হবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সৌরভ গাঙ্গুলি ।