‘আমি ভারতীয়দের ঘৃণা করি, কেন এসেছ আমেরিকায়, চলে যাও দেশে’ … বলেই মার, ভাইরাল ভিডিও

- আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আমি একজন মেক্সিকান। আমি আমেরিকায় জন্মেছি। তোমরা কি আমেরিকায় জন্মেছ? তোমরা গরীব দেশে জন্মেছ। ভারত থেকে আমেরিকায় নিজেদের জীবন সুরক্ষিত করতে এখানে এসেছ। যদি ভারত এত ভালো হয়, তাহলে এখানে এসেছ কেন? আমি ভারতীয়দের ঘৃণা করি।’ বলেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় বসবাসকারী চার জন মহিলার ওপরে চড়াও হন এই মেক্সিকান মহিলা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। ওই মেক্সিকান মহিলাকে গ্রেফতার করেছে আমেরিকান পুলিশ।
This is a wake up call to all HUMANS and color be nice to all – don’t throw racism… it’s a learning curve. #stophate #racism look at the outcome.. Racism still happens everyday – wish it would stop. https://t.co/l1OeAczx3J
— MissRoshni (@MissRoshni) August 25, 2022
সৌজন্যে ট্যুইটার
ঘটনাটি ঘটে বুধবার রাতে টেক্সাসের ডালাসে। ভিডিওতে ওই মহিলাকে বলতে শোনা গেছে, ‘আমি ভারতীদের ঘৃণা করি। সবাই ভারত থেকে আমেরিকায় আসে নিশ্চিত জীবনের খোঁজে। ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের অপমান করে কটূক্তির করার অভিযোগে ওই মহিলাকে হেফাজতে নিয়েছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত ওই মহিলা ভারতীয় বংশোদ্ভূত ওই মহিলাদের ভারতে ফিরে যেতে বলছেন। ধৃত মেক্সিকান-আমেরিকান মহিলার নাম এসমেরালদা আপটন।
যাদের সঙ্গে এই ঘটনা ঘটে তাদের মধ্যে একজন এই ভিডিওটি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তিনি লিখেছেন, ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাসে। আমি আমার মা ও আমরা তিন বন্ধু মিলে একটি রেস্তরাঁতে গিয়েছিলাম রাতের খাবার সারতে। সেই সময় এই ঘটনা ঘটে। সেই সময় আমার মা, ওই মহিলাকে থামতে বলেন। কিন্তু সে কারুর কথা না শুনে একনাগাড়ে উত্তেজিত হয়ে ভারতের নামে কটূক্তি করতে থাকেন ওই এসমেরালদা আপটন নামে ওই মেক্সিকান-আমেরিকান মহিলা। আমার মা তাকে ক্রমাগত থামতে বলে, জাতি-দেশ নামে গালি গালাজ করতে বারণ করে। কিন্তু কোনও কথাই শোনে না সে। মারধর করতে এগিয়ে আসে।
প্লানো পুলিশ এসমেরালদা আপটনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে। তার বিরুদ্ধে শারীরিক হামলা সহ সন্ত্রাস মূলক আচরণের অভিযোগ সহ ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
রিমা রাসুল নামে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, খুব ভয়ের ব্যাপার। তার কাছে হয়তো বন্দুক ছিল, কারণ ভারতীয় বংশোদ্ভূত মহিলারা যখন কথা বলছিলেন, তখন ওই মেক্সিকান মহিলা কটূক্তি করে বলে, ‘জঘন্য’। এই ধরনের অপরাধের শাস্তি হওয়া দরকার’।