রাষ্ট্রসংঘে পূর্ণ সদস্যপদ পেতে চায় ফিলিস্তিন

- আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেছে। আমেরিকা দীর্ঘদিন ধরে এই কাজের বিরোধিতা করে আসা সত্ত্বেও ফিলিস্তিন কর্তৃপক্ষ পুনরায় এ দাবি জানাল। রাষ্ট্রসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এ সম্পর্কে বলেছেন, ‘আমরা সবগুলো সদস্যদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
আমাদের এ ব্যাপারে একটি আশা রয়েছে।’ ফিলিস্তিনের জন্য একটি পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য রিয়াদ মানসুর গত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। তবে ওয়াশিংটন শুরু থেকে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে এসেছে।
আমেরিকার দাবি হচ্ছে, ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে একটি সম্ভাব্য চুক্তি নিরাপত্তা পরিষদে পাস করোনোর পরই কেবল ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া যেতে পারে। এ সম্পর্কে রিয়াদ মানসুর যুক্তি তুলে ধরে বলেন, বিগত আট বছর ধরে শান্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং এটি চালু করার উদ্যোগও দেখা যাচ্ছে না। কাজেই ওই প্রক্রিয়াকে পাশ কাটিয়েই এখন পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের বিষয়টিকে এগিয়ে নিতে হবে।