‘হোম-স্টে’ নিয়ে প্রকাশিত হবে গাইডলাইন, পর্যটন দফতরের সঙ্গে একযোগে কাজ করবে পুরসভা

- আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: আয় বাড়ানোর জন্য পর্যটনকে হাতিয়ার করছে রাজ্য সরকার। রাজ্য পর্যটন দফতর ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে চালু হবে ‘হোম-স্টে’। তাতে কাজে লাগানো হবে কাউন্সিলরদের। সেই লক্ষ্য পূরণে মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের শেষে ১৪৪ জন কাউন্সিলরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। অন্যদিকে, নাগরিকদের সুবিধার্থে খুব শীঘ্রই হোম স্টে নিয়ে গাইডলাইন প্রকাশ করতে চলেছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই প্রাথমিকভাবে প্রস্তাবিত হোম-স্টে-র জন্য গাইডলাইন তৈরি হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী, ন্যূনতম একটি ঘর বা সর্বোচ্চ ৬টি ঘর থাকলে হোম-স্টে-এর ব্যবস্থা করা যাবে। থাকতে হবে উপযুক্ত শৌচাগার। পশ্চিমী মডেলের শৌচাগারই অগ্রাধিকার পাবে। ঘরে থাকতে হবে এসি। সেইসঙ্গে বাড়ির মালিকের পরিবারের একজনকে বাড়িতে থাকতে হবে। পাশাপাশি পুরসভা জানিয়েছে, বাড়িতে হোম-স্টে ব্যবস্থা করতে চাইলে পোর্টালে আবেদন করতে হবে। সরকারি আধিকারিকরা পরিদর্শন করবেন প্রস্তাবিত হোম-স্টে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘হোম স্টে’ তৈরির জন্য যাঁদের আবেদন মঞ্জুর হবে, তাঁদের ১ লক্ষ টাকা ইনসেনটিভ দেওয়া হবে। এটা রোটেশনে হবে। সরকারের ট্যাক্স বাড়লে সরকার আবার মানুষের জন্য ততটা কাজ করতে পারবে।’