রানির মৃত্যুতে ইংল্যান্ডে বন্ধ টেস্ট ক্রিকেট ও ফুটবল

- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত ব্রিটেন। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। কিন্তু প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছে গোটা দিন। আর বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন ব্রিটেনের মহারানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপণে স্থগিত হয়ে গিয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও।
তৃতীয় দিন খেলা আদৌ হবে কিনা তা নিয়ে অবশ্য কিছু জানায় নি ইসিবি। উল্লেখ্য এই মুহূর্তে এই সিরিজের ফলাফল ১-১। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা আয়োজন আমরা করতে পারলাম না।’
অন্যদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে বন্ধ হয়ে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। রানিকে শ্রদ্ধা জানাতে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগের সমস্ত ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের চিফ এক্সিকিউটিভ রিচার্ড মাস্টার্স জানিয়েছেন, ‘ আমাদের দেশের প্রতি তাঁর অবদানের জন্য এবং সবচেয়ে লম্বা সময় ব্রিটেনের রাজবংশকে এভাবে পরিচালনা করার জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি রইল অকৃপণ শ্রদ্ধা। এটা শুধু দেশের নয়, লক্ষ লক্ষ মানুষের কাছে গভীর দুঃখের দিন।’