নবান্ন অভিযানে কর্মীদের আনতে আস্ত ট্রেন ভাড়া করছে বিজেপি!

- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামি ১৩ সেপ্টেম্বর কলকাতায় বিজেপির নবান্ন অভিযান রয়েছে। আর তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। জেলায় জেলায় নবান্ন অভিযানের জন্য প্রচার অভিযান চলছে পদ্ম-নেতাদের। এরই মধ্যে এবার নবান্ন অভিযানের জন্য পদ্মশিবির থেকে আস্ত ট্রেনই ভাড়া করে নেওয়া হচ্ছে। বিজেপি সূত্র মারফত এমনই জানা গিয়েছে।
উল্লেখ্য, একটি ট্রেন ভাড়া করতে কমপক্ষে পাঁচ থেকে দশ লাখ টাকা করে লাগছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। একটি আস্ত ট্রেন ভাড়া করতে কত খরচ পড়বে, তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যেমন, কতক্ষণের জন্য ট্রেনটি নেওয়া হবে, কতগুলি স্টেশনে ট্রেন থামবে এবং কতক্ষণ পর ফিরে যাবে, এমন বেশ কিছু বিষয় জড়িত থাকে ভাড়ার জন্য।
বিজেপি সূত্রে খবর, জঙ্গলমহল থেকে কলকাতা অবধি একটি ট্রেন ভাড়া করা হচ্ছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা থেকেও ট্রেন ভাড়া করা হচ্ছে।শুধুমাত্র নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের নিয়ে আসার জন্যই এই ট্রেনগুলি ভাড়া করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, দলীয় নির্দেশ দেওয়া হয়েছে, ওই দিন সবাইকে টিকিট কেটে আসতে হবে। প্রয়োজনে দল এই ব্যাপারে সাহায্য করবে। উল্লেখ্য, বাংলার রাজনীতিতে ট্রেনে চেপে কলকাতায় জমায়েতে আসার রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য এভাবে আস্ত ট্রেন ভাড়া করে নেওয়ার রীতি বাংলার রাজনীতিতে সেভাবে দেখা যায়নি।