বিজেপির নবান্ন অভিযান নিয়ে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের

- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পারিজাত মোল্লাঃ বিজেপির নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ ঘিরে দ্রুত শুনানির আর্জি গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে মামলা ফাইল করার অনুমতি দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। বিজেপির তরফে প্রাথমিক অভিযোগ শোনার পরে বিকেল ৫টা পর্যন্ত শুনানি মুলতুবি ঘোষণা করে প্রধান বিচারপতির বেঞ্চ। পরে শুনানি চলে। সেখানে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
সরকারি সম্পত্তি ক্ষতি করাটা যেমন অন্যায়, ঠিক তেমনি কোন রাজনৈতিক দলের কর্মসূচি বাধা দেওয়াটা অগণতান্ত্রিক বলে মনে করছে আদালত।
বিজেপির আইনজীবীরা এদিন আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়ে অভিযোগ করেন যে, পূর্ব ঘোষিত একটি কর্মসূচিতে পরিকল্পনা মাফিক আক্রমণ করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেআইনি ভাবে আটক করা হয়েছে। কোনও কারণ ছাড়াই বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি পুলিশ রাজ্য বিজেপির দফতরে ঢুকে নির্বিচারে লাঠি চালিয়েছে। অভিযোগ শোনার পর প্রধান বিচারপতি শ্রীবাস্তব বলেন, ‘আপনারা তো মামলা এখনও ফাইলও করতে পারেননি। তালিকায় নেই এমন মামলা শোনা সম্ভব নয়।’
এর পর মামলা ফাইল করার অনুমতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত শুনানি মুলতুবি ঘোষণা করেন তিনি।