ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮

- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। এই কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শুক্রবার সকালে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮। কম্পনের উৎপত্তিস্থল ছিল লাদাখের লেহ জেলার আলচি থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে। সেই উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) শুক্রবার ট্যুইটে লিখেছে, রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্প ১৬ সেপ্টেম্বর সকাল ৪টে ১৯ মিনিটে অনুভূত হয়েছে। আলচি থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ছিসল ভূমিকম্পের উৎসস্থল।
গত ৭ সেপ্টেম্বর ভূমিকম্প হয়েছিল লেহ ও লাদাখে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। কার্গিল থেকে ২৯৫ কিলোমিটার দূরে ছিল সেই ভূমিকম্পের উৎসস্থল। প্রায়শই কেঁপে উঠছে লেহ, লাদাখ। ফলে এই ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র সরকার।