রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরদ্ধে বিস্ফোরক তথ্য ইডির

- আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম, ওয়েব ডেস্ক: এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য তুলে দিল ইডি। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের দাবি, অর্পিতার জীবনবিমার দেড় কোটির প্রিমিয়াম দিতেন পার্থ। ৩১টি বিমার মধ্যে বেশিরভাগেরই প্রিমিয়াম ৫০ হাজার টাকা। কয়েকটি বিমার প্রিমিয়াম ৪৫ হাজার টাকা বলে জানা যাচ্ছে।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করে ইডি। সোমবার ব্যাঙ্কশাল আদালতে সেই চার্জশিট পেশ করা হয়। তথ্য অনুযায়ী, প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তারপর তা পাঠানো হয় সিএফএসএল-এ। তারপর সেখান থেকে মুছে ফেলা তথ্য সংগ্রহ করা হয়। তাতেই দেখা যায় প্রাক্তন মন্ত্রীর মোবাইলে বিমার টাকা জমা পড়ার এসএমএস। ব্যাঙ্কের কাছ থেকে নথি চাওয়া হয়। তার পর সেই সূত্র গুলি মিলিয়ে এই তথ্য জানায় ইডি। গত সাত বছর ধরে এই প্রিমিয়ামগুলি জমা পড়ছে।
এসএসসি দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যে আদালতে পার্থর জামিনের আবেদন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আইনজীবী। কিন্তু বার বারই তা নাকচ হয়ে যায়। সম্প্রতি পার্থকে ফের আদালতে তোলা হলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান, তিনি খুব অসুস্থ। ২৮টি ওষুধ খান। ইডি হেফাজতে জেলবন্দি রয়েছি। আবার সিবিআই হেফাজতে নিতে চাইছে। আমি একজন উচ্চ শিক্ষিত। রামকৃষ্ণমিশনের ছাত্র। আমি এমবিএম। আমার পরিবারের সবাই উচ্চ শিক্ষিত। নিয়োগ কাণ্ডের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। কিন্তু পার্থ’র জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।
এদিকে জেলবন্দি রয়েছেন অর্পিতা। জেরায় এর আগে পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী একাধিকবার দাবি করেন অর্পিতাকে তিনি চেনেন না। নাকতলায় পুজো মণ্ডপে আসত। সেইভাবে মুখ চেনা। একজন মন্ত্রীর কাছে অনেকেই আসতে পারেন।