২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিএফআই-এর মতো এবার আরএসএস-কে নিষিদ্ধ করুক সরকার: লালু প্রসাদ যাদব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক: পিএফআইকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেছেন এবার আরএসএসকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক।

 

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব একটি ট্যুইট করেছেন। সেখানে তিনি বিদ্বেষ সৃষ্টিকারীদের দলে ফেলেছেন আরএসএসকেও। লালু লিখেছেন আগে দুবার নিষিদ্ধ হয়েছে আরএসএস। এই সংগঠনটিকে প্রথম নিষিদ্ধ করেছিলেন লৌহমানব সর্দার বল্লবভাই প্যাটেল । সে কথাও মনে করেই দেন লালু।

পিএফআই নিষিদ্ধ প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেনুখালা বলেছেন,  পিএফআইকে নিষিদ্ধ করেছে ঠিক আছে, তাহলে একইভাবে আরএসএস-কেও নিষিদ্ধ করা উচিত। তাঁর দাবি করলে পিএফআই এবং আরএসএস উভয়েই সাম্প্রদায়িকতাকে উসকানি দেয়।

কেরলের  সিনিয়র আইইউএমএল (মুসলিম লীগ) নেতা এম কে মুনিরের দাবি পিএফআই নাকি কুরআনের ভুল ব্যাখ্যা করে। তিনিও বলেছেন উসকানি দেয় আরএসএসও। তাকেও নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কেরলে আরএসএসের সঙ্গে পিএফআই-এর দ্বন্দ্ব নতুন কিছু নয়। খুনোখুনি করেছে দুপক্ষ। যদিও একপক্ষের খুন করার খবর অধিক প্রচারিত। ফলে সাম্প্রদায়িক উস্কানির যে অভিযোগ পিএফআইয়ের বিরুদ্ধে করা হচ্ছে, অনেকে মনে করছেন এটি আসলে রাজনৈতিক প্রতিশোধের হিংসা। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)কে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার আওতায় শুধু পিএফআই-ই নয়, তার অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএফআই-এর মতো এবার আরএসএস-কে নিষিদ্ধ করুক সরকার: লালু প্রসাদ যাদব

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পিএফআইকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেছেন এবার আরএসএসকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক।

 

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব একটি ট্যুইট করেছেন। সেখানে তিনি বিদ্বেষ সৃষ্টিকারীদের দলে ফেলেছেন আরএসএসকেও। লালু লিখেছেন আগে দুবার নিষিদ্ধ হয়েছে আরএসএস। এই সংগঠনটিকে প্রথম নিষিদ্ধ করেছিলেন লৌহমানব সর্দার বল্লবভাই প্যাটেল । সে কথাও মনে করেই দেন লালু।

পিএফআই নিষিদ্ধ প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেনুখালা বলেছেন,  পিএফআইকে নিষিদ্ধ করেছে ঠিক আছে, তাহলে একইভাবে আরএসএস-কেও নিষিদ্ধ করা উচিত। তাঁর দাবি করলে পিএফআই এবং আরএসএস উভয়েই সাম্প্রদায়িকতাকে উসকানি দেয়।

কেরলের  সিনিয়র আইইউএমএল (মুসলিম লীগ) নেতা এম কে মুনিরের দাবি পিএফআই নাকি কুরআনের ভুল ব্যাখ্যা করে। তিনিও বলেছেন উসকানি দেয় আরএসএসও। তাকেও নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কেরলে আরএসএসের সঙ্গে পিএফআই-এর দ্বন্দ্ব নতুন কিছু নয়। খুনোখুনি করেছে দুপক্ষ। যদিও একপক্ষের খুন করার খবর অধিক প্রচারিত। ফলে সাম্প্রদায়িক উস্কানির যে অভিযোগ পিএফআইয়ের বিরুদ্ধে করা হচ্ছে, অনেকে মনে করছেন এটি আসলে রাজনৈতিক প্রতিশোধের হিংসা। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)কে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার আওতায় শুধু পিএফআই-ই নয়, তার অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে।