অজয় মিশ্র ‘টেনি’কে এখনও কেন মন্ত্রী হিসাবে বহাল রাখা, কংগ্রেস নেতার তীব্র সমালোচনা
- আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
- / 7
নয়াদিল্লি ৩অক্টোবর: কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত কৃষকদের গায়ের উপর গাড়ি তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস। তাতে ঘটনাস্থলেই চার কৃষক এবং এক সাংবাদিকের মৃত্যু হয়।
লখিমপুর খেরির সেই সহিংসতার প্রথম বার্ষিকীতে কংগ্রেস সোমবার অজয় মিশ্র ‘টেনি’কে মন্ত্রী হিসাবে বহাল রাখার বিষয়ে কেন্দ্রকে তীব্র সমালোচনা করেছে । কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সাংবাদিকদের বলেছেন, ” আন্দোলনকারী কৃষকদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় যখন অপরাধীর ছেলে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য , এর চেয়ে অপমানজনক কিছু হতে পারে না।” হত্যাকাণ্ডে মন্ত্রীর ছেলে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। চার কৃষককে গাড়ির একটি কনভয়ের চাকার নীচে পিষ্ট হতে হয়। ঘটনাটি ছিল প্রতিশোধমূলক। সহিংসতায় চারজন নিহত হয়।
একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় জয়রাম রমেশ কর্ণাটকের জনগণের কাছে রাহুল গান্ধির ভারত জোড়ো অভিযানের কথা জানান । তার বক্তব্যকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। সাধারণ মানুষ এই অভিযানের সামিল হয়েছেন।
জয়রাম রমেশ জানান, যারা কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন, তারা দলের সভাপতি নির্বাচনে অংশ নেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করে। দলের সভাপতি নির্বাচন হবে আগামী 17 অক্টোবর।