২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৫ বছর জেল হতে পারে নেইমারের, বিপদে ব্রাজিল

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই ফুটবল বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগেই মহা সমস্যায় পড়লেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। নেইমারের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা আনা হয়েছে। মামলাটি হয়েছে স্পেনের আদালতে।

উল্লেখ্য ২০১৩ সালে ব্রাজিলের শীর্ষ স্থানীয় ক্লাব স্যান্টোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। কিন্তু যেভাবে তাঁকে ট্রান্সফার মার্কেটে বার্সেলোনায় আনা হয়েছিল সেটা নাকি অনৈতিকভাবে করা হয়েছিল।

ব্রাজিলিয়ান বিনোয়োগকারী সংস্থা ডিআইএস জানিয়েছে নেইমারের বার্সায় ট্রান্সফারে গাফিলতি ছিল। সংস্থাটির কথায় নেইমার ও তাঁর এজেন্ট নাকি বার্সেলোনায় যাওয়ার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন। বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছেন তৎকালীন বার্সা সভাপতি বার্তেমেও, বার্সা কর্তা স্যান্ড্রো রোসেলও। সঙ্গে জড়িয়েছেন স্যান্টোসের কর্তা ওডিলিও রডরিগেজ।

ব্রাজিলিয়ান বিনিয়োগকারী সংস্থা ডিআইএসের অভিযোগের ভিত্তিতে আগামি সপ্তাহে স্পেনের কোর্টে এই মামলার ট্রায়াল শুরু হতে চলেছে। নেইমারের হয়ে মামলাটি লড়ছেন বাকার মেকেঞ্জি। অন্যদিকে স্প্যানিশ প্রসিকিউটর চাইছেন এই মামলায় আদালত অন্তত ২ বছরের জন্য নেইমারকে হাজতবাসে পাঠাক, এবং ১০ মিলিয়ন ইউরো নেইমারের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে নেওয়া হোক। এমনকি স্প্যানিশ প্রসিকিউটর এও চাইছেন রোসেলেরও ৫ বছরের জেল ও ৮.৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ হোক।

 

যদিও নেইমার ও তাঁর এজেন্ট এই প্রতারণার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। যদি এমন ঘটনা ঘটে তাহলে কিন্তু বিপদে পড়বে ব্রাজিল। কারণ বিশ্বকাপে ব্রাজিলকে তাহলে মূল প্লেয়ারকে বাইরে রেখেই মাঠে নামতে হবে। বিনিয়োগকারী সংস্থা ডিআইএস বার্সা কর্তা রোসেল ও বার্তেমেওরও জেল হেফাজত চেয়ে আবেদন করেছে।

সামনের সপ্তাহেই স্পেনের আদালতে এই মামলার শুনানি হবে। সেখানেই নির্ভর করছে নেইমারের ফুটবল ভবিষ্যৎ। যদি দেখা যায় সত্যিই নেইমারের ট্রান্সফার নিয়ে প্রতারণা হয়েছে, এবং সেই প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত ব্রাজিলিয়ান তারকা, তাহলে কিন্তু এম মামলায় তাঁর পাঁচ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয়, তাহলে বিশ্বকাপে মহাবিপদে পড়তে চলেছে ব্রাজিল ফুটবল দল। সবটাই এখন নির্ভর করছে আগামি সপ্তাহে এই মামলার রায়ের ওপর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫ বছর জেল হতে পারে নেইমারের, বিপদে ব্রাজিল

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই ফুটবল বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগেই মহা সমস্যায় পড়লেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। নেইমারের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা আনা হয়েছে। মামলাটি হয়েছে স্পেনের আদালতে।

উল্লেখ্য ২০১৩ সালে ব্রাজিলের শীর্ষ স্থানীয় ক্লাব স্যান্টোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। কিন্তু যেভাবে তাঁকে ট্রান্সফার মার্কেটে বার্সেলোনায় আনা হয়েছিল সেটা নাকি অনৈতিকভাবে করা হয়েছিল।

ব্রাজিলিয়ান বিনোয়োগকারী সংস্থা ডিআইএস জানিয়েছে নেইমারের বার্সায় ট্রান্সফারে গাফিলতি ছিল। সংস্থাটির কথায় নেইমার ও তাঁর এজেন্ট নাকি বার্সেলোনায় যাওয়ার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন। বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছেন তৎকালীন বার্সা সভাপতি বার্তেমেও, বার্সা কর্তা স্যান্ড্রো রোসেলও। সঙ্গে জড়িয়েছেন স্যান্টোসের কর্তা ওডিলিও রডরিগেজ।

ব্রাজিলিয়ান বিনিয়োগকারী সংস্থা ডিআইএসের অভিযোগের ভিত্তিতে আগামি সপ্তাহে স্পেনের কোর্টে এই মামলার ট্রায়াল শুরু হতে চলেছে। নেইমারের হয়ে মামলাটি লড়ছেন বাকার মেকেঞ্জি। অন্যদিকে স্প্যানিশ প্রসিকিউটর চাইছেন এই মামলায় আদালত অন্তত ২ বছরের জন্য নেইমারকে হাজতবাসে পাঠাক, এবং ১০ মিলিয়ন ইউরো নেইমারের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে নেওয়া হোক। এমনকি স্প্যানিশ প্রসিকিউটর এও চাইছেন রোসেলেরও ৫ বছরের জেল ও ৮.৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ হোক।

 

যদিও নেইমার ও তাঁর এজেন্ট এই প্রতারণার কথা পুরোপুরি অস্বীকার করেছেন। যদি এমন ঘটনা ঘটে তাহলে কিন্তু বিপদে পড়বে ব্রাজিল। কারণ বিশ্বকাপে ব্রাজিলকে তাহলে মূল প্লেয়ারকে বাইরে রেখেই মাঠে নামতে হবে। বিনিয়োগকারী সংস্থা ডিআইএস বার্সা কর্তা রোসেল ও বার্তেমেওরও জেল হেফাজত চেয়ে আবেদন করেছে।

সামনের সপ্তাহেই স্পেনের আদালতে এই মামলার শুনানি হবে। সেখানেই নির্ভর করছে নেইমারের ফুটবল ভবিষ্যৎ। যদি দেখা যায় সত্যিই নেইমারের ট্রান্সফার নিয়ে প্রতারণা হয়েছে, এবং সেই প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত ব্রাজিলিয়ান তারকা, তাহলে কিন্তু এম মামলায় তাঁর পাঁচ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা যদি হয়, তাহলে বিশ্বকাপে মহাবিপদে পড়তে চলেছে ব্রাজিল ফুটবল দল। সবটাই এখন নির্ভর করছে আগামি সপ্তাহে এই মামলার রায়ের ওপর।