০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৈদ্যুতিন গাড়ির চল বাড়াতে উদ্যোগী রাজ্য, জেলায় জেলায় চার্জিং স্টেশন গড়ছে বিদ্যুৎ বণ্টন সংস্থা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 14

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ই-মোবিলিটি বা বৈদ্যুতিন গাড়ির চল বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলে বৈদ্যুতিন গাড়ির চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য টেন্ডার ডাকছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইডিসিএল।

জানা গিয়েছে, রাজ্যে ২০৫টি চার্জিং বা ব্যাটারি-সোয়াপিং স্টেশন তৈরি করতে আগ্রহী অপারেটরদের কাছ থেকে বিড চেয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। ডব্লিউবিএসইডিসিএল, বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং পরিকাঠামো প্রতিষ্ঠার জন্য সরকারি নোডাল সংস্থা। তারা বলছে, চাজিং স্টেশনগুলি নিজেদের জমিতে ইনস্টল করা হবে তবে প্রাইভেট অপারেটররা তার রক্ষণাবেক্ষণ করবে।

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক ল’বোর্ডের

জানা গিয়েছে, চুক্তির এই ধাপে, বিদ্যুৎ বণ্টন সংস্থা তাদের সাব-স্টেশনগুলিতে ২০৫টি ইভি চার্জি বা সোয়াপিং স্টেশন স্থাপনের জন্য জমি সরবরাহ করবে। বিনিয়োগ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ বেসরকারি সংস্থাগুলি দেখবে। নিলামের জন্য রাজস্ব ভাগের ফ্লোর মূল্য বিদ্যুতের প্রতি ইউনিট ১ টাকা করে ধরা হবে। টেন্ডারে যিনি সর্বোচ্চ রাজস্ব ভাগ অফার করবেন, তাকে একটি নির্দিষ্ট সাইটের জন্য চুক্তি প্রদান করা হবে। ২০৫টি স্টেশনের মধ্যে ৪০টি জাতীয় সড়ক বরাবর স্থাপন করা হবে এবং বাকি ১৬৫টি হবে অন্যত্র। আর সরকারের সঙ্গে বেসরকারি সংস্থার চুক্তি হবে ১০ বছরের।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, ৩ রাজ্যের তিন প্রবীণ নেতাকে শোকজ বিজেপির

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (ডব্লিউবিইআরসি) সারাবছর ধরে ই-ভি মানে ইলেক্ট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং স্টেশনগুলির জন্য প্রতি ইউনিট ৬.৯৮ টাকা শুল্ক নির্ধারণ করেছে। রাজ্যের ই-ভি নীতি অনুসারে, পশ্চিমবঙ্গ ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গতিশীলতার ক্ষেত্রে এক মিলিয়ন ই-বাহনের লক্ষ্যমাত্রা নিয়ে সেরা রাজ্য হতে চায়।

আরও পড়ুন: কলকাতা-সহ একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস

সরকার রাজ্যে ১০ হাজার ই- ভি চার্জিং বা ব্যাটারি-সোয়াপিং স্টেশন ইনস্টলেশন পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই, কিছু চার্জিং স্টেশন অপারেটর দরপত্রে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে বলেও খবর। রাজ্যের কতকগুলি সংস্থা কলকাতার বাস ডিপোগুলিতে ইভি চার্জিং স্টেশন স্থাপন করছে। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের প্রশাসন ৩০টি চার্জিং পয়েন্ট স্থাপন করেছে এবং বাস এবং ব্যক্তিগত যানবাহনের জন্য এই ধরনের আরও চার্জিং স্টেশন স্থাপনের কাজ হবে বলেও খবর।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৈদ্যুতিন গাড়ির চল বাড়াতে উদ্যোগী রাজ্য, জেলায় জেলায় চার্জিং স্টেশন গড়ছে বিদ্যুৎ বণ্টন সংস্থা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ই-মোবিলিটি বা বৈদ্যুতিন গাড়ির চল বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলে বৈদ্যুতিন গাড়ির চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য টেন্ডার ডাকছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইডিসিএল।

জানা গিয়েছে, রাজ্যে ২০৫টি চার্জিং বা ব্যাটারি-সোয়াপিং স্টেশন তৈরি করতে আগ্রহী অপারেটরদের কাছ থেকে বিড চেয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। ডব্লিউবিএসইডিসিএল, বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং পরিকাঠামো প্রতিষ্ঠার জন্য সরকারি নোডাল সংস্থা। তারা বলছে, চাজিং স্টেশনগুলি নিজেদের জমিতে ইনস্টল করা হবে তবে প্রাইভেট অপারেটররা তার রক্ষণাবেক্ষণ করবে।

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক ল’বোর্ডের

জানা গিয়েছে, চুক্তির এই ধাপে, বিদ্যুৎ বণ্টন সংস্থা তাদের সাব-স্টেশনগুলিতে ২০৫টি ইভি চার্জি বা সোয়াপিং স্টেশন স্থাপনের জন্য জমি সরবরাহ করবে। বিনিয়োগ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ বেসরকারি সংস্থাগুলি দেখবে। নিলামের জন্য রাজস্ব ভাগের ফ্লোর মূল্য বিদ্যুতের প্রতি ইউনিট ১ টাকা করে ধরা হবে। টেন্ডারে যিনি সর্বোচ্চ রাজস্ব ভাগ অফার করবেন, তাকে একটি নির্দিষ্ট সাইটের জন্য চুক্তি প্রদান করা হবে। ২০৫টি স্টেশনের মধ্যে ৪০টি জাতীয় সড়ক বরাবর স্থাপন করা হবে এবং বাকি ১৬৫টি হবে অন্যত্র। আর সরকারের সঙ্গে বেসরকারি সংস্থার চুক্তি হবে ১০ বছরের।

আরও পড়ুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, ৩ রাজ্যের তিন প্রবীণ নেতাকে শোকজ বিজেপির

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (ডব্লিউবিইআরসি) সারাবছর ধরে ই-ভি মানে ইলেক্ট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং স্টেশনগুলির জন্য প্রতি ইউনিট ৬.৯৮ টাকা শুল্ক নির্ধারণ করেছে। রাজ্যের ই-ভি নীতি অনুসারে, পশ্চিমবঙ্গ ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গতিশীলতার ক্ষেত্রে এক মিলিয়ন ই-বাহনের লক্ষ্যমাত্রা নিয়ে সেরা রাজ্য হতে চায়।

আরও পড়ুন: কলকাতা-সহ একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস

সরকার রাজ্যে ১০ হাজার ই- ভি চার্জিং বা ব্যাটারি-সোয়াপিং স্টেশন ইনস্টলেশন পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই, কিছু চার্জিং স্টেশন অপারেটর দরপত্রে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে বলেও খবর। রাজ্যের কতকগুলি সংস্থা কলকাতার বাস ডিপোগুলিতে ইভি চার্জিং স্টেশন স্থাপন করছে। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের প্রশাসন ৩০টি চার্জিং পয়েন্ট স্থাপন করেছে এবং বাস এবং ব্যক্তিগত যানবাহনের জন্য এই ধরনের আরও চার্জিং স্টেশন স্থাপনের কাজ হবে বলেও খবর।