কাশ্মীরের চিত্রসাংবাদিক সানা ইরশাদ মাট্টোকে নিউইয়র্কগামী বিমানে উঠতে বাধা, নেওয়া হলনা পুলিৎজার
- আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লিতে নিউইয়র্কগামী বিমানে উঠতে বাধা দেওয়া হল পুলিৎজার জয়ী কাশ্মীরের চিত্রসাংবাদিক সানা ইরশাদ মাট্টোকে এমনটাই অভিযোগ। পুলিৎজার সম্মান নিতে নিউইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে হাজির হন সানা। কিন্তু বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্বেও সানাকে বিমানে উঠতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করেছেন এই চিত্র সাংবাদিক ।
২৮ বছর বয়সী কাশ্মীরের এই চিত্রসাংবাদিক এই হেন আচরণে অত্যন্ত মর্মাহত। সানা একটি ট্যুইটও করেন। সংবাদসংস্থা রয়টার্সে কর্মরত সানা জানিয়েছেন এই ধরণের অনুষ্টানে হাজির থাকার সুযোগ সারা জীবনে একবারই আসে। আর তা থেকেই বঞ্চিত করা হল তাঁকে।
I was on my way to receive the Pulitzer award ( @Pulitzerprizes) in New York but I was stopped at immigration at Delhi airport and barred from traveling internationally despite holding a valid US visa and ticket. pic.twitter.com/btGPiLlasK
— Sanna Irshad Mattoo (@mattoosanna) October 18, 2022
শ্রীনগরের বাসিন্দা, ২৮ বছর বয়সী মাট্টু আন্তর্জাতিক এজেন্সি রয়টার্সের ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। তিনি করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে নজরকাড়া কভারেজের জন্য রয়টার্সের আরও তিনজন চিত্রসাংবাদিকের সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে ২০২২ পুলিৎজার পুরস্কার জিতেছিলেন ।
সানা আরও জানিয়েছেন এটাই প্রথমবার নয় এর আগেও মাত্র কয়েকমাস আগেই বৈধ পাসপোর্ট ভিসা থাকার পরেও তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। সানা বলছেন সবাই সবটা জানে কিন্তু কেউ কোন প্রতিবাদ করেননি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে মাট্টুকে একটি নো-ফ্লাই তালিকায় রাখা হয়েছে যেখানে আন্তর্জাতিক ভ্রমণে নিষিদ্ধ ব্যক্তিদের নাম রয়েছে।
সানার মতই কাশ্মীরের আরও এক ফ্রিলান্স আকাশ হাসানকে ২৬শে জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাওয়ার পথে নয়াদিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ বাধা দেয় বলে অভিযোগ।