এবার আদালতের নির্দেশের নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে

- আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত গহনা ব্যবসায়ী নীরব মোদি। এবার আদালতের নির্দেশে এবার নীরব মোদির বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছে আদালত।
বুধবার এফইও-র বিশেষ আদালত আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা, একটি বাড়ি সহ নীরবের ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
দক্ষিণ মুম্বইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত নীরবের বিলাসবহুল বাড়ি রিথম হাউজ, আলিবাগে থাকা ব্যবসায়ীর বাংলো, ২২টি গাড়ি, বিদেশি অ্যাকাউন্টে থাকা টাকা এবং মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করা নিয়ে আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পরেই আদালত এই নির্দেশ দেয়। এই নিয়ে দ্বিতীয়বার নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
২০১৯ সালে নীরব মোদিকে অর্থনৈতিক অপরাধীর তকমা দিয়েছিল আদালত। এফইও-র নতুন আইন অনুসারে নীরবকে ওই তকমা দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশের পরই নীরবের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। সম্পদ বাজেয়াপ্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও একটি আবেদন করতে হবে।
উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করেই দেশ ছেড়ে পালায় হিরে ব্যবসায়ী নীরব মোদি। আমেরিকার আদালতেও নীরবের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা চলছে। ২০১৯ সালে লন্ডনের এক মেট্রো স্টেশন থেকে গ্রেফতার হয়েছিলেন নীরব। ভারতেও তাঁর বিরুদ্ধে একাধিক জালিয়াতি ও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তথ্য প্রমাণ লোপাট ও সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে নীরবের বিরুদ্ধে। সিবিআই, ইডি, আয়কর বিভাগের মত কেন্দ্রীয় সংস্থা একযোগে নীরবের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।