১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ আতশবাজি, অথচ আপ মন্ত্রীর বাড়িতে ফাটছে বাজি, কেজরিকে হিন্দু বিরোধী বলে তোপ দেগে ভিডিও ট্যুইট বিজেপি নেতার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 9

 

নয়াদিল্লি, ২০ অক্টোবর:  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ সিং কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করে  তাঁকে হিন্দুবিরোধী বলেতোপ দাগলেন  বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে  বাগ্গা লেখেন “হিন্দুরা দীপাবলিতে পটকা ফাটালে  দূষণ হবে। অরবিন্দ কেজরিওয়াল তাদের জেলে পাঠাবেন, কিন্তু কেজরিওয়ালের মন্ত্রী হওয়ার সুবাদে কেউ  যদি আতশবাজি পোড়ান   তার  থেকে অক্সিজেন বেরিয়ে আসবে।”

আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের: নাকভি

 

ওই বিজেপি নেতা আরও বলেন “কেজরিওয়াল, আপনার হিন্দুবিরোধী চেহারা আবার উন্মোচিত হয়েছে। দীপাবলি নিয়ে আপনার সমস্যা আছে, আতশবাজি নিয়ে নয়,”তাজিন্দর পাল সিং বাগ্গা যে ভিডিও ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে আপ সরকারের মন্ত্রী রাজ কুমার আনন্দের সমর্থকদের তার বাসভবনে আতশবাজি  ফাটাচ্ছেন।

 

দেশের রাজধানী শহর এমনিতেই দূষণ নগরীতে পরিনত হয়েছে। এরপর আতশবাজির দাপটে আরও বাড়বে দূষণ। তাই দিল্লিতে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। বিজেপি নেতার ট্যুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে আপ মন্ত্রীর বাড়িতেই ফাটানো হচ্ছে বাজি।দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই  ১জানুয়ারী, ২০২৩  পর্যন্ত দীপাবলি সহ  রাজধানীতে সমস্ত ধরণের আতশবাজি উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের উপর  নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।

বিজেপি সাংসদ পারভেশ সাহেব সিং ভার্মা বলেছেন, কেজরিওয়াল সরকার কোটি কোটি টাকা খরচ করেও শহরের দূষণ কমাতে পারেনি।”অরবিন্দ কেজরিওয়াল দূষণের নামে মিটিং এবং বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন কিন্তু তা কমেনি, বরং বেড়েছে এমনটাই দাবি বিজেপি সাংসদের।দিল্লিতে কেজরি সরকারের  আতশবাজি নিষিদ্ধ করার সিন্ধান্তের বিরুদ্ধে এই ভিডিওকে হাতিয়ার করে নতুন করে আসরে নামল গেরুয়া শিবিরের নেতারা।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিষিদ্ধ আতশবাজি, অথচ আপ মন্ত্রীর বাড়িতে ফাটছে বাজি, কেজরিকে হিন্দু বিরোধী বলে তোপ দেগে ভিডিও ট্যুইট বিজেপি নেতার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

নয়াদিল্লি, ২০ অক্টোবর:  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ সিং কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করে  তাঁকে হিন্দুবিরোধী বলেতোপ দাগলেন  বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে  বাগ্গা লেখেন “হিন্দুরা দীপাবলিতে পটকা ফাটালে  দূষণ হবে। অরবিন্দ কেজরিওয়াল তাদের জেলে পাঠাবেন, কিন্তু কেজরিওয়ালের মন্ত্রী হওয়ার সুবাদে কেউ  যদি আতশবাজি পোড়ান   তার  থেকে অক্সিজেন বেরিয়ে আসবে।”

আরও পড়ুন: বিজেপিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের: নাকভি

 

ওই বিজেপি নেতা আরও বলেন “কেজরিওয়াল, আপনার হিন্দুবিরোধী চেহারা আবার উন্মোচিত হয়েছে। দীপাবলি নিয়ে আপনার সমস্যা আছে, আতশবাজি নিয়ে নয়,”তাজিন্দর পাল সিং বাগ্গা যে ভিডিও ট্যুইট করেছেন তাতে দেখা যাচ্ছে আপ সরকারের মন্ত্রী রাজ কুমার আনন্দের সমর্থকদের তার বাসভবনে আতশবাজি  ফাটাচ্ছেন।

 

দেশের রাজধানী শহর এমনিতেই দূষণ নগরীতে পরিনত হয়েছে। এরপর আতশবাজির দাপটে আরও বাড়বে দূষণ। তাই দিল্লিতে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। বিজেপি নেতার ট্যুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে আপ মন্ত্রীর বাড়িতেই ফাটানো হচ্ছে বাজি।দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই  ১জানুয়ারী, ২০২৩  পর্যন্ত দীপাবলি সহ  রাজধানীতে সমস্ত ধরণের আতশবাজি উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের উপর  নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।

বিজেপি সাংসদ পারভেশ সাহেব সিং ভার্মা বলেছেন, কেজরিওয়াল সরকার কোটি কোটি টাকা খরচ করেও শহরের দূষণ কমাতে পারেনি।”অরবিন্দ কেজরিওয়াল দূষণের নামে মিটিং এবং বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন কিন্তু তা কমেনি, বরং বেড়েছে এমনটাই দাবি বিজেপি সাংসদের।দিল্লিতে কেজরি সরকারের  আতশবাজি নিষিদ্ধ করার সিন্ধান্তের বিরুদ্ধে এই ভিডিওকে হাতিয়ার করে নতুন করে আসরে নামল গেরুয়া শিবিরের নেতারা।