হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কার, যান নিয়ন্ত্রণ ১৯ নভেম্বর থেকে

- আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক: হাওড়ার সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে আগামী ১৯ নভেম্বর থেকে। শুক্রবার এক বৈঠকে গৃহীত হয়েছে ওই সিদ্ধান্ত। মেরামতির জন্য আগামী ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
শুক্রবারই এনিয়ে হাওড়ার পুলিশ কমিশনারেট অফিসে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা ও পিডব্লিউডি’র ইঞ্জিনিয়াররা।
ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে।তবে, অন্য লেন দিয়ে হবে যানচলাচল। তবে সেটা ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
যে কয়দিন ব্রিজের মেরামতির কাজ চলবে সেই কয়দিন কোনও মালবাহী গাড়ি চলতে দেওয়া হবেনা ব্রিজের উপর দিয়ে। মালবাহী গাড়ি রাত দশটার পর কলকাতার দিক থেকে আসতে পারবে। দ্বিতীয় সেতুর টোলপ্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে।
অন্যদিকে, মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে যেতে পারবে।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে এখনও নোটিফিকেশন না হলেও ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনেই ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১টি এক্সটেনশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলোর সংস্কার করা হবে।
এর আগে ২০১৬ সালে ব্রিজের অন্য লেনের এক্সটেনশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে।যার ফলে ব্রিজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় এক্সটেনশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।