২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানিলাতে জন্ম নিল পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 6

 

পুবের কলম ওয়েবডেস্ক: ক্রমেই মানুষের ভিড় ভিড় বাড়ছে পৃথিবীতে। ইতিমধ্যেই জনসংখ্যা ৮০০ কোটি ছুঁয়েছে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে জন্ম নিয়েছে পৃথিবীর ৮০০ কোটিতম বাসিন্দা। আপাতত এই শিশুটিকেই প্রতীকী ভাবে ৮০০ কোটি বলে ধরা হচ্ছে। ইতিমধ্যেই নবজাতকের সেই ছবি ভাইরাল হয়েছে।

 

ম্যানিলাতে জন্ম নিল পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ

গত ১২ বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে ১০০ কোটিরও বেশি। এরমধ্যে ভারত ও চিনের পাল্লাই সবচেয়ে ভারী। আগামী বছর পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যার নিরিখে চিন কে পেরিয়ে যাবে ভারত।

 

এই পরিস্থিতিতে স্থানীয় সময় মধ্যরাত দেড়টা নাগাদ ম্যানিলার ড. জোস ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্ম নিল যে শিশুটি তাকেই ৮০০ কোটিতম ধরা হচ্ছে।ফিলিপিন্সের জনসংখ্যা ও উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘ম্যানিলার টন্ডোতে এক কন্যাসন্তানের জন্মের পর পৃথিবী এক নতুন মাইলফলক পেরল। একেই প্রতীকী ভাবে ৮০০ কোটিতম মানুষ ধরা হচ্ছে।চিকিৎসক ও নার্সরা স্বাগত জানান পৃথিবীর ৮০০ কোটিতম মানুষ ভিনিসকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যানিলাতে জন্ম নিল পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: ক্রমেই মানুষের ভিড় ভিড় বাড়ছে পৃথিবীতে। ইতিমধ্যেই জনসংখ্যা ৮০০ কোটি ছুঁয়েছে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে জন্ম নিয়েছে পৃথিবীর ৮০০ কোটিতম বাসিন্দা। আপাতত এই শিশুটিকেই প্রতীকী ভাবে ৮০০ কোটি বলে ধরা হচ্ছে। ইতিমধ্যেই নবজাতকের সেই ছবি ভাইরাল হয়েছে।

 

ম্যানিলাতে জন্ম নিল পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ

গত ১২ বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে ১০০ কোটিরও বেশি। এরমধ্যে ভারত ও চিনের পাল্লাই সবচেয়ে ভারী। আগামী বছর পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যার নিরিখে চিন কে পেরিয়ে যাবে ভারত।

 

এই পরিস্থিতিতে স্থানীয় সময় মধ্যরাত দেড়টা নাগাদ ম্যানিলার ড. জোস ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্ম নিল যে শিশুটি তাকেই ৮০০ কোটিতম ধরা হচ্ছে।ফিলিপিন্সের জনসংখ্যা ও উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘ম্যানিলার টন্ডোতে এক কন্যাসন্তানের জন্মের পর পৃথিবী এক নতুন মাইলফলক পেরল। একেই প্রতীকী ভাবে ৮০০ কোটিতম মানুষ ধরা হচ্ছে।চিকিৎসক ও নার্সরা স্বাগত জানান পৃথিবীর ৮০০ কোটিতম মানুষ ভিনিসকে।