রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আগামী সোমবার নবান্নে বৈঠক

- আপডেট : ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 4
নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু সংক্রমণ। কলকাতা সহ সাত জেলায় পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এই পরিস্থিতিতে আগামী সোমবার রাজ্যের স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিক ও বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরাও থাকবেন।
সূত্রের খবর, বৈঠকে রাজ্যের ডেঙ্গু সংক্রমণ মোকাবিলার পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে। বিভিন্ন সময়ে রাজ্য স্বাস্থ্য দফতর যে পরিকল্পনা নিয়েছে তার বাস্তবায়নও খতিয়ে দেখা হবে।
যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট, তাই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার হাল-হকিকত নিয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা কর্মী রয়েছে কিনা, তাও জানতে চাইবেন।
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মাঝেমধ্যেই বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ সঠিকভাবে পালিত হচ্ছে কিনা, তাও জানতে চাইতে পারেন তিনি।