গুতেরেস আমেরিকার পুতুল: উত্তর কোরিয়া
ইমামা খাতুন
- আপডেট :
২১ নভেম্বর ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনায় আমেরিকার পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসও উত্তর কোরিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে উত্তর কোরিয়া। দেশটির বিদেশমন্ত্রী বলেছেন, ‘গুতেরেস আমেরিকার পুতুল।’ জানা গেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর গত শুক্রবার এর নিন্দা জানান রাষ্ট্রসংঘের মহাসচিব। গুতেরেস উ. কোরিয়াকে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকতে বলেন।
গুতেরেসের এই বিবৃতির আগে আমেরিকাসহ বেশ কিছু দেশও উত্তর কোরিয়াকে তোপ দেগে বক্তব্য রাখে। এতে তেলে-বেগুনে জ্বলে ওঠে কিম সরকার। উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী চো সন হুই এক বিবৃতিতে বলেন, ‘আমি প্রায়ই মনে করি রাষ্ট্রসংঘের মহাসচিব হোয়াইট হাউজের বা তাদের বিদেশমন্ত্রকের এক সদস্য। গুতেরেসের দৃষ্টিভঙ্গি দুঃখজনক। কারণ রাষ্ট্রসংঘের মূল নীতি হল নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা।’ চো সন হুই অভিযোগ করে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিরাপত্তা পরিষদে ওঠায় এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি হচ্ছেন মার্কিন পুতুল।
এর আগে জাপান জানিয়েছে উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার যেকোনও জায়গায় আঘাত হানতে সক্ষম।বৃহস্পতিবার চো সন হুই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হলে ‘কঠোর’ প্রতিক্রিয়া দেখানো হবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়া গত দুই মাসে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার বেশিরভাগই স্বল্পপাল্লার। আর উত্তর কোরিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলি আমেরিকায় আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়।