মেঘালয়ে অসমের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, বন্ধ ইন্টারনেট

- আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্কঃ সুক্রো কাণ্ডের জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অসম থেকে মেঘালয়ের দিকে যাওয়া সমস্ত গাড়ি আটকে দিয়েছে অসম পুলিশ। বিশেষ করে অসমের রেজিস্ট্রেশন নম্বর থাকা গাড়িগুলি আটকে দেওয়া হয়েছে দুই রাজ্যের সীমান্ত এলাকা যোরহাটে। তিন রাজ্য থেকে শিলং বেড়াতে আসা লোকদেরও আটকে দেওয়া হয়েছে। পশ্চিম কার্বিআংলং এলাকার অসম-মেঘালয় সীমান্তের মুক্রোয় বনজ সম্পদের চোরা চালানকালীদের সঙ্গে অসম পুলিশ এবং বনরক্ষী বাহিনীর মুখোমুখি সংঘর্ষে মেঘালয়ের ৫ বাসিন্দা ও এক বনরক্ষীর মৃত্যু হয়। এই হত্যার দায় অসমের ঘাড়ে চাপিয়েছে মেঘালয় সরকার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দাবি করেন, মেঘালয় সীমানার ভেতর ঢুকে বিনা প্ররোচনায় খাসিদের উপরগুলি চালিয়েছে অসম পুলিশ।
মুখ্যমন্ত্রীর এমন বিবৃতির পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে মেঘালয় জুড়ে। মেঘালয়ের দুবৃত্তরা অসম বনরক্ষী বাহিনীর একটি ছাউনি জ্বালিয়ে দিয়েছে। আতঙ্কে মুক্রো ছেড়ে আশেপাশের গ্রামে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, মেঘালয়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে ওই রাজ্যের সাতটি জেলায় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মেঘালয়ে যে কোনও সময় অসমের মানুষজন আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছে অসম পুলিশ। এই পরিপ্রেক্ষিতে অসম থেকে মেঘালয়মুখী যাবতীয় গাড়ি বন্ধ করা হয়েছে।