২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল।এ হামলায় ৪জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওদেসা বিদ্যুৎ,বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

 

অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সর্বশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর এবারের হামলা চলল। ইউক্রেন বলেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি তারা ভূপাতিত করতে পেরেছে। তবে মস্কো বলেছে, তারা ১৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

 

সোমবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই হামলার ফলে প্রতিবেশী মলদোভাতেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। তিনি বলেন, রাশিয়ার এ ধরনের হামলা কেবল ইউক্রেনের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই হুমকি, যা আবারও প্রমাণিত হল।

 

রাশিয়ার আগের হামলাগুলোয় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বিদ্যুৎ,বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তীব্র শীতের দিনেও তাদের ঘর গরম থাকছে না। এ নিয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

উল্লেখ্য, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ১০ অক্টোবর থেকে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। দেশটির প্রায় অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বিদ্যুৎ,বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আট সপ্তাহের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো এ ধরনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল।এ হামলায় ৪জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওদেসা বিদ্যুৎ,বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

 

অবশ্য আগের হামলাগুলোর তুলনায় সর্বশেষ হামলায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দুই সপ্তাহ পর এবারের হামলা চলল। ইউক্রেন বলেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি তারা ভূপাতিত করতে পেরেছে। তবে মস্কো বলেছে, তারা ১৭টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

 

সোমবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই হামলার ফলে প্রতিবেশী মলদোভাতেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। তিনি বলেন, রাশিয়ার এ ধরনের হামলা কেবল ইউক্রেনের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই হুমকি, যা আবারও প্রমাণিত হল।

 

রাশিয়ার আগের হামলাগুলোয় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বিদ্যুৎ,বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে তীব্র শীতের দিনেও তাদের ঘর গরম থাকছে না। এ নিয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

উল্লেখ্য, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ১০ অক্টোবর থেকে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। দেশটির প্রায় অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বিদ্যুৎ,বিচ্ছিন্ন হয়ে পড়েছে।