কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনাকে দেশে ফেরানোর আশ্বাস জয়শঙ্করের

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ কাতারে বন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা। তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছে কেন্দ্র। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় দাঁড়িয়ে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত ‘স্পর্শকাতর’।
কাতার সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। দেশের কাছে ওই অফিসারদের অনেক মূল্য। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও এ ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। তবে কীভাবে তাদেরকে কাতার থেকে ছাড়িয়ে আনা হবে, সেই প্রক্রিয়ায় কতদিন লাগবে তা এদিন স্পষ্ট করেননি জয়শঙ্কর।
ফলে পরিবারগুলির উৎকণ্ঠা কাটছে না কিছুতেই। প্রসঙ্গত, কাতারের কারাগারে বন্দি আছে ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা। ৯০ দিনের বেশি সময় ধরে সেখানে রয়েছে তারা। দোহায় দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেসে প্রাক্তন নৌসেনারা কাজ করছিল।
তাদের কাজ ছিল কাতারের নৌসেনাদের প্রশিক্ষণ প্রদান করা। গত ৩০ আগস্ট তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দোহায় তাদের অফিস থেকে পরিবারগুলি জানতে পারে, তাদেরকে ঘর থেকে কাতারের স্টেট সিকিউরিটি ব্যুরো মধ্যরাতে তুলে নিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে।