২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক বিজয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ালেন মরক্কোর ফুটবলাররা 

ইমামা খাতুন
  • আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্কঃ হাড্ডাহাড্ডি লড়াই করে ইতিহাস গড়ল মরক্কো। কাতার বিশ্বকাপ স্বপ্নের মতোই কাটছে তাদের। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। এই ঐতিহাসিক জয় উদযাপনে খেলা শেষেই একসঙ্গে সবাই মাঠের ভেতরেই লুটিয়ে পড়েন সিজদায়। একইসঙ্গে রেকর্ডগড়া জয় উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন মরোক্কান ফুটবলাররা।

 

উল্লেখ্য, বছরের পর বছর ধরে চলছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। ইসরায়েলিদের অত্যাচারে নিজ ভূমিতেই পরাধীন ফিলিস্তিনিরা। মরোক্কানরা পতাকা উড়িয়ে যেন বার্তা দিলেন, স্বাধীন ফিলিস্তিন চাই। চলতি বিশ্বকাপে মরক্কোর এমন কাজ এই প্রথম নয়। এর আগে স্পেনকে হারিয়ে ও গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে জয় পাওয়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উদযাপন করে মরক্কো।

 

উল্লেখ্য, শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি। ওই গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। আর ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো মরক্কো।

 

এদিকে ফিলিস্তিনের পতাকা নিয়ে মরক্কোর সমর্থকদের উদযাপনের ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে  পড়েছে। মরক্কোর সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে যখন ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, সেই মুহূর্তে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন সে দেশের ফুটবলাররা।

 

উল্লেখ্য, বিশ্বকাপের আয়োজক কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদার জন্য দশকের পর দশক ধরে দেশটিকে সমর্থন করছে কাতার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঐতিহাসিক বিজয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ালেন মরক্কোর ফুটবলাররা 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ হাড্ডাহাড্ডি লড়াই করে ইতিহাস গড়ল মরক্কো। কাতার বিশ্বকাপ স্বপ্নের মতোই কাটছে তাদের। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। এই ঐতিহাসিক জয় উদযাপনে খেলা শেষেই একসঙ্গে সবাই মাঠের ভেতরেই লুটিয়ে পড়েন সিজদায়। একইসঙ্গে রেকর্ডগড়া জয় উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন মরোক্কান ফুটবলাররা।

 

উল্লেখ্য, বছরের পর বছর ধরে চলছে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। ইসরায়েলিদের অত্যাচারে নিজ ভূমিতেই পরাধীন ফিলিস্তিনিরা। মরোক্কানরা পতাকা উড়িয়ে যেন বার্তা দিলেন, স্বাধীন ফিলিস্তিন চাই। চলতি বিশ্বকাপে মরক্কোর এমন কাজ এই প্রথম নয়। এর আগে স্পেনকে হারিয়ে ও গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে জয় পাওয়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উদযাপন করে মরক্কো।

 

উল্লেখ্য, শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি। ওই গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। আর ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো মরক্কো।

 

এদিকে ফিলিস্তিনের পতাকা নিয়ে মরক্কোর সমর্থকদের উদযাপনের ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে  পড়েছে। মরক্কোর সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে যখন ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, সেই মুহূর্তে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন সে দেশের ফুটবলাররা।

 

উল্লেখ্য, বিশ্বকাপের আয়োজক কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদার জন্য দশকের পর দশক ধরে দেশটিকে সমর্থন করছে কাতার।